বনুয়াকে ভুলে আগলেছেন শ্রাবন্তীকে, ৪ মাসের মধ্যেই কি তনুশ্রীকেও নিজের দলে টানছেন অন্তঃসত্ত্বা নুসরত

Published : Jul 09, 2021, 10:35 AM IST

রাজনীতির ময়দানে সদ্য নেমেই ভোলবদল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। মাত্র চার মাসেই মোহভঙ্গ।  বিজেপির সঙ্গে সম্পর্কের তার ছিন্ন করেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নায়িকা। কিন্তু  হঠাৎ কী এমন হল যে গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নায়িকা। নুসরতের প্রেগনেন্সির সময়ে দেখা মিলছে না বনুয়া মিমি চক্রবর্তীর।  টলিপাড়ার দুই বনুয়া এখন বিপরীত মেরুতে হাঁটছেন। মিমিকে পাশে না পেলেও বিজেপি ঘনিষ্ঠ শ্রাবন্তী-তনুশ্রীকে কাছে পেয়েছেন নুসরত। তবে কি চার মাসের মধ্যেই তনুশ্রীকে নিজের দলে টেনে নিচ্ছেন অন্তঃসত্ত্বা নুসরত,পোস্টে বাড়ছে জল্পনা।  

PREV
19
বনুয়াকে ভুলে আগলেছেন শ্রাবন্তীকে, ৪ মাসের মধ্যেই কি তনুশ্রীকেও নিজের দলে টানছেন অন্তঃসত্ত্বা নুসরত

নুসরতের প্রেগনেন্সির সময়ে দেখা মিলছে না বনুয়া মিমি চক্রবর্তীর।  টলিপাড়ার দুই বনুয়া এখন বিপরীত মেরুতে হাঁটছেন। যদিও কারণ স্পষ্ট নয়,তবুও ধোঁয়াশা বাড়ছে।

29

নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। দুজনেই ভালবেসে একে অপরকে বনুয়া বলে ডাকে। তাদের সম্পর্কের কথাও সকলেরই জানা। এর মধ্যেই নুসরত-মিমি তর্জা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
 

39


প্রেগনেন্সির মধ্যেও  মিমিকে পাশে না পেলেও বিজেপি ঘনিষ্ঠ শ্রাবন্তী-তনুশ্রীকে পাশে পেয়েছেন নুসরত। শ্রাবন্তী ও তনুশ্রীর সঙ্গে যে নুসরতের ভালই বন্ধুত্ব রয়েছে তা সকলেরই জানা। 

49


প্রেগনেন্সির মধ্যেও  মিমিকে পাশে না পেলেও বিজেপি ঘনিষ্ঠ শ্রাবন্তী-তনুশ্রীকে পাশে পেয়েছেন নুসরত। শ্রাবন্তী ও তনুশ্রীর সঙ্গে যে নুসরতের ভালই বন্ধুত্ব রয়েছে তা সকলেরই জানা। 

59


মাত্র চার মাসেই মোহভঙ্গ।  বিজেপির সঙ্গে সম্পর্কের তার ছিন্ন করেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নায়িকা। কিন্তু  হঠাৎ কী এমন হল যে গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নায়িকা।

69


কী কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তা নিয়ে জল্পনা বাড়ছে। চার মাসের মধ্যেই কি তনুশ্রীকে নিজের দলে টেনে নিচ্ছেন অন্তঃসত্ত্বা নুসরত, নয়া পোস্টে বাড়ছে জল্পনা।

79


বেবিবাম্পের ছবিতেও তনুশ্রী ও শ্রাবন্তীর সঙ্গে দেখা গিয়েছিল নুসরতকে। সম্প্রতি ফের তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এই ছবি ঘিরেই তুমুল আলোচনা শুরু হয়েছে।
 

89

অন্তঃসত্ত্বা নুসরত যে বনুয়াকে পুরোপুরি ভুলে গেছে তা তার প্রতিটি ছবিতেই স্পষ্ট। তিন নায়িকার ছবি দেখে কেউ প্রশংসা করেছেন তো কেউ কটুক্তি করে বলেছেন 'রতনে রতন চেনে'। 
 

99

 

গেরুয়া শিবির থেকে কেন সরে যাচ্ছেন সেই প্রসঙ্গে তনুশ্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি রাজনীতি থেকে সরছি। আমার মনে হয়, রাজনীতিতে থাকতে হলে অনেক পড়াশোনার দরকার। তবে রাজনীতি থেকে সরে যাওয়ায় তার কোনও আফসোস নেই। 

click me!

Recommended Stories