মৃত্যুর পরেও নাকি আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক! সাঙ্ঘাতিক ভৌতিক অভিজ্ঞতা অভিনেতার স্ত্রীর

আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই শোক ভোলার আগেই নয়া খবর সামনে। সারা বাড়িতে নাকি ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। খোদ অভিষেকের স্ত্রীর মুখে সেকথা শুনে সকলের চক্ষু চড়কগাছ। 

Parna Sengupta | Published : Apr 11, 2022 1:53 PM IST
110
মৃত্যুর পরেও নাকি আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক! সাঙ্ঘাতিক ভৌতিক অভিজ্ঞতা অভিনেতার স্ত্রীর

দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। 

210

স্ত্রী-পরিবার,সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। 

310

দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ২৩ মার্চ রিয়্যালিটি শো-তে শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়ও তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা।

410

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। 

510

প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘পঞ্চভুজ’, আগামীতে মুক্তির অপেক্ষায়। দিন কয়েক আগেই ছবির ট্রেলার ও গান লঞ্চ অনুষ্ঠান হয়। সেখানে প্রয়াত অভিনেতাকে সম্মান জানানো হয়। নন্দনে এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এবং কন্যা সাইনা।

610

ছবিটি পরিচালনা করেছেন রানা বন্দোপাধ্যায়। ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরেও এসেছে, এবং সেখানে দর্শকদের বেশ ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে সদ্য প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘পঞ্ছভুজ’। 

710

এদিকে ‘পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এই সিনেমার জন্য সেরার শিরোপা জিতে নিয়েছেন সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক। অভিনেতার অবর্তমানে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী ও কন্যা।

810

সম্প্রতি প্রয়াত স্বামী অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের স্মৃতিচারণা ও ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনী শেয়ার করলেন স্ত্রী সংযুক্তা। এই অনুষ্ঠানে নিজের কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। 

910

অনুষ্ঠানে এসে অভিনেতার স্ত্রীয়ের অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। সংযুক্তা জানান, 'অভিষেকের উপস্থিতি আমি প্রতি মুহূর্তে উপলব্দি করতে পারি। এই সবই ও আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আমি জানতেই পারতাম না এসব কিছু যদি না ভুল করে রানাদার নাম্বারে কল যেত। ওই রাণা দার নম্বরে আমাদের দিয়ে কল করিয়েছে'

1010

সংযুক্তা বলেন অভিনেতা সবসময় পরিবারকে আগলে রাখতে চাইতেন। অসম্ভব ফ্যামিলি ম্যান ছিলেন তিনি। তাই মৃত্যুর পরেও সন্তানের সব দায়িত্ব হয়ত পালন করে চলেছেন অভিষেক। স্ত্রীর মানসিক জোর বাড়িয়ে পরিবারকে এগিয়ে নিয়ে চলেছেন ভবিষ্যতের দিকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos