ব্যক্তিগত চর্চা থেকে সন্তানের পরিচয় শিরোনামে রয়েছেন নুসরত জাহান। দিন কয়েক আগেই ২ মাসের একরত্তি ঈশানকে রেখেই স্বামী যশের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গেছিলেন নুসরত, যার কারণেও নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন নুসরত। হাজারো জল্পনার মধ্যেই কলকাতা ফিরে মুখ খুলেছিলেন নুসরত জাহান।