আরবানার ফ্ল্যাটেই ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেট করেছেন শুভশ্রী। জন্মদিনের এই বিশেষ দিনে হটকে লুকে সকলকে চমকে দিয়েছিলেন শুভশ্রী। পরণে ছিল হলুদ রঙের ফুলস্লিভ শার্ট, কলমকারি স্কার্ট, তার সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি। খোলা চুলে শুভশ্রীকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।