পুজোয় এবার মনামী ফ্যাশন, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে ঠিক করে নিন পঞ্চমী থেকে দশমী সাজ
সামনেই পুজো, কীভাবে কোন দিন কোন লুকে সেজে উঠবেন তা নিয়ে মাথা ব্যাথা! এবার তাহলে রইল সেই টিপস। বর্তমানে টলিপাড়ায় ট্রেন্ড সেট করছেন মনামী ঘোষ। তাঁর প্রফাইলেই চোখ রেখে দেখা যাক না কবে কি পরা যায়।
পঞ্চমীর (Panchami), এই দিনটা বিশেষ করে হালকা সাজেই সকলে চমকে দেয় পুজোর (Durga Puja Fashion)মেজাজে নয়া লুকে। তাই এই দিন স্টানিং লুকে ধরা দেওয়া যেতেই পারে।