গত বছর ইউভানের জন্মের পর থেকেই শুভশ্রী (Subhashree Ganguly) ও রাজ (Raj Chakraborty) ভক্তদের উন্মাদনা তুঙ্গে। নেটদুনিয়ার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং এন্টারটেনিং জুটি হল মা-ছেলের জুটি। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ইউভান (Yuvaan)চক্রবর্তী। দু'জনের ক্যানডিড থেকে সেমি ক্যানডিড মুহূর্তই এখন নেটিজেনদের কাছে হটকেক। ইউভানের সমস্ত ছবি এবং আপডেট পেতে উন্মাদনা তুঙ্গে সকলের।