Published : Jan 20, 2021, 12:48 PM ISTUpdated : Jan 21, 2021, 04:26 AM IST
সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী বেশ অ্যাক্টিভ। পাব্লিক ফিগার হয়ে কীভাবে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত তা নখদর্পনে মিমির। তাঁর এই সোশ্যাল মিডিয়া স্যাভি হওয়াকে রীতিমত পছন্দ করে নেটিজেনরা। ব্যক্তিগত জীবন হোত বা পেশাগত গত সবেরই ঝলক তিনি রেখেছেন নেটদুনিয়ায়। তবে সম্পূর্ণ সীমা মাথায় রেখে। সাইবারবাসীরা কী ধরণের পোস্ট পছন্দ করেন সেই বিষয় যথেষ্ট ভাল রিসার্চও রয়েছে তাঁর।