All black-এ মিমি, সাংসদ-অভিনেত্রীর Dapper লুক আগে কখনই দেখেননি

Published : Jan 20, 2021, 12:48 PM ISTUpdated : Jan 21, 2021, 04:26 AM IST

সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী বেশ অ্যাক্টিভ। পাব্লিক ফিগার হয়ে কীভাবে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত তা নখদর্পনে মিমির। তাঁর এই সোশ্যাল মিডিয়া স্যাভি হওয়াকে রীতিমত পছন্দ করে নেটিজেনরা। ব্যক্তিগত জীবন হোত বা পেশাগত গত সবেরই ঝলক তিনি রেখেছেন নেটদুনিয়ায়। তবে সম্পূর্ণ সীমা মাথায় রেখে। সাইবারবাসীরা কী ধরণের পোস্ট পছন্দ করেন সেই বিষয় যথেষ্ট ভাল রিসার্চও রয়েছে তাঁর। 

PREV
18
All black-এ মিমি, সাংসদ-অভিনেত্রীর Dapper লুক আগে কখনই দেখেননি

তিনিও খানিক সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে উঠেছেন। লকডাউনে রান্না বান্না, ওয়ার্ক আউট ভিডিও দিয়ে বিনোদনের জোগান দিয়েছিলেন তিনি। 

28

নিজের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ভিডিও পোস্ট করতে থাকেন। কেবল সোশ্যাল মিডিয়ায় যে তাঁর নখদর্পণে তা নয়। 

38

ফ্যাশনের খুঁটিনাটি নিয়েও নেটদুনিয়ায় নানা পোস্ট দেখা যায় মিমির। সম্প্রতি নিজের ডেপার লুক নিয়ে এলেন প্রকাশ্যে। 

48


কালো রঙের পোশাকে সেজে উঠেছেন তিনি। কালো হাই নেক টপ। স্লিভ নেটের। 

58


সঙ্গে মুক্তোর দুল। এবং মুখে রয়েছে আজকালকার ম্যানডেটরি ফ্যাশন, মাস্ক। 

68

পোশাকের সঙ্গে ম্যাচ করে কীভাবে মাস্ক নিতে হয় তাও শেখালেন মিমি। 

78

মিমির থেকে ফ্যাশনের পাঠ পড়া মানেই ট্রেন্ডের সঙঅগে তাল মিলিয়ে চলা অথচ কমফার্টও বজায় থাকা।

88


মিমির প্রতিটি ফ্রেমই যেন পিকচার পারফেক্ট। তাঁর ফ্যাশন, মেকআপ, পোস্টের ক্যাপশন, সব কিছুই টপ নচ। যার কারণেই ক্রমশ বেড়েই চলেছে তাঁর ফলোয়াড়ের সংখ্যা।

click me!

Recommended Stories