কোনও বিতর্কেরই উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। এমনকি নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন হয়েছে। দুজনকে অনেকে সহবাস সঙ্গী বলে আখ্যাও দিয়েছে। তবে, নিরব ছিলেন নুসরত ও যশ। তবে, তাদের সম্পর্ক বাস্তবে কী, তার উত্তর মিলবে আজ। দাদাগিরি শো-এর মঞ্চে আজ তারা হাজির হবেন স্বামী স্ত্রী হিসেবে। আর আজ এই শো-এর প্রধান আকর্ষণ তারাই।