জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' সিজন ৯ -এ আগামীকাল থেকেই অনুষ্ঠিত হবে রঙের খেলা। ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রঙিন আনন্দ উৎসবে এবার সামিল হবে সেলেব জুটিরা। পাশাপাশি থাকবে মজার খেলা, নাচ, গান, গল্প , আড্ডা সহ পিচকারি দিয়ে রং খেলা (Didi No 1 Holi Special Episode)।