'দিদি নম্বর ১'-এ রঙের খেলা, একঝাঁক সেলেব জুটিদের নিয়ে দোল উৎসব সেলিব্রেশন রচনার

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'-এ এবার রঙের খেলা। চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব। আর যে কোনও উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় বিশেষ পর্ব। এবার হোলি উপলক্ষ্যেই স্পেশ্যাল এপিসোড নিয়ে হাজির জি বাংলার জনপ্রিয়  রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'- (Didi No 1 Holi Special Episode )। রঙের উৎসবে এবার সামিল হবে সেলেব জুটিরা। একদিন নয়, পরপর তিন দিন রঙের উৎসবে মাতোয়ারা হবেন দিদিরা। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' সিজন ৯ নিয়ে ফের নতুন রূপে হাজির হয়েছেন শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হোলি উপলক্ষ্যে নয়া অবতারে ঝড় তুলতে আসছেন রচনা । নতুন রূপে নতুন সাজে, আপাতত এই ক্যাচলাইনকে সঙ্গী করেই পর্দা কাঁপাচ্ছে'দিদি নম্বর ১' সিজন ৯। হোলি স্পেশ্যাল এপিসোডে একঝাঁক তারকা অতিথিদের নিয়েই  হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Riya Das | Published : Mar 17, 2022 12:23 PM IST
110
'দিদি নম্বর ১'-এ রঙের খেলা, একঝাঁক সেলেব জুটিদের নিয়ে দোল উৎসব সেলিব্রেশন রচনার


বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন।  বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। হোলি স্পেশ্যাল এপিসোডে একঝাঁক তারকা অতিথিদের নিয়েই  হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়  (Didi No 1 Holi Special Episode)।
 

210


 চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'-এ এবার রঙের খেলা। উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় বিশেষ পর্ব। এবার  হোলি উপলক্ষ্যেই স্পেশ্যাল এপিসোড নিয়ে হাজির জি বাংলার জনপ্রিয়  রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'- (Didi No 1 Holi Special Episode)। 
 

310


 একদিন নয়, পরপর তিন দিন রঙের উৎসবে মাতোয়ারা হবেন দিদিরা। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'  (Didi No 1 Holi Special Episode) সিজন ৯ নিয়ে ফের নতুন রূপে হাজির হয়েছেন শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হোলি উপলক্ষ্যে নয়া অবতারে ঝড় তুলতে আসছেন রচনা । 

410

শুক্রবার, শনিবার ও রবিবার এই তিনদিন টলি এবং টেলিদুনিয়ার বিশেষ অতিথিরা হাজির থাকবেন রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' -এর মঞ্চে (Didi No 1 Holi Special Episode) । সেখানেই রঙের উৎসবে  সামিল হবে সকলে মিলে। একসঙ্গে আনন্দে হই-হুল্লোড় করে পুরো দিনটি সেলিব্রেট করবেন তারকারা।

510

তিমধ্যেই সামনে এসেছে দোল উৎসবের বিশেষ পর্ব, যেখানে দেখা গেছে  দিদির মঞ্চের সকল সদস্যরা একসঙ্গে হোলি উৎসব উদযাপন করছে (Didi No 1 Holi Special Episode)। দোল উৎসবে , নাচে গানে আনন্দে মেতে উঠেছে সকলে। 

 
 

610

দোল উৎসব মানেই রঙের খেলা। তবে 'দিদি নম্বর ১' -এ আবির, ফাগ পিচকারি, বেলুন কোনও কিছুরই খামতি থাকবে না। সকলে মিলে রঙিন উৎসবে সামিল হবেন তারকা জুটিরা (Didi No 1 Holi Special Episode)। রঙের খেলা রাঙিয়ে দিয়ে যাও-তে ফ্লোর কাঁপাতে হাজির হবেন একঝাক তারকারা।

710

দোলের বিশেষ পর্বে  (Didi No 1 Holi Special Episode) হাজির থাকছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য গায়িকা ইমন চক্রবর্তী। ইমন ছাড়াও অভিনেতা অভিনেত্রী, নামী পরিচালক, ফুটবলার, সঙ্গীতশিল্পী, সুরকার সকলেই উপস্থিত থাকে রচনা ব্যানার্জির 'দিদি নম্বর ১' -এর মঞ্চে।

810

টলি-টেলি তারকাদের জীবনসঙ্গীদের দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। রিল লাইফের নয়, বরং রিয়েল লাইফের সঙ্গীদের নিয়েই এবার হোলি সেলিব্রেশনে হাজির হবেন তারকা দম্পতিরা  (Didi No 1 Holi Special Episode) । ইতিমধ্যেই সামনে এসেছে ঝলক।রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' -এর মঞ্চে হোলি স্পেশ্যাল এপিসোডে হাজির হচ্ছেন সকলের প্রিয় নবনীতা দাস ও জিতু কমল জুটি। এছাড়াও হাজির থাকছেন করুণাময়ী রানি রাসমণির রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহা মুখোপাধ্যায়। জনপ্রিয় সেলেব কাপল শ্রুতি দাস  ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ।
 

910

হোলি স্পেশ্যাল এপিসোডে নিজেদের প্রিয়জনদের নিয়ে হাজির হবে ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। টলি অভিনেত্রী সোনালি চৌধুরী ও রজত ঘোষ দস্তিদার। মৌসুমী ভট্টাচার্য ও দীপাঞ্জন ভট্টাচার্য। টলি অভিনেত্রী মধুবনি গোস্বামী ও অভিনেতা রাজা গোস্বামী সহ আরও অনেকে (Didi No 1 Holi Special Episode)।

1010

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' সিজন ৯ -এ আগামীকাল থেকেই অনুষ্ঠিত হবে রঙের খেলা।  ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রঙিন আনন্দ উৎসবে এবার সামিল হবে সেলেব জুটিরা। পাশাপাশি থাকবে মজার খেলা, নাচ, গান, গল্প , আড্ডা সহ পিচকারি দিয়ে রং খেলা (Didi No 1 Holi Special Episode)। 

Share this Photo Gallery
click me!

Latest Videos