আগের বছরও জমজমাট ভাবে দোল উৎসব পালন হয়েছিল মিঠাই ধারাবাহিকে। তবে এবছরের হোলি উৎসবটা যেন একটু বেশিই স্পেশ্যাল। কারণ এবছর একজন নয়, বরং তিন জোড়ি হোলি উৎসব সেলিব্রেট করা হবে। একদিকে সিদ্ধার্থ-মিঠাইয়ের প্রথম হোলি অন্যদিকে শ্রী-রাতুল এবং নিপা- রুদ্র। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে মিঠাই (Mithai Holi Special Episode ) হোলি স্পেশ্যাল এপিসোড। নয়া টুইস্ট যে হোলি-তেই আসতে চলেছে তা প্রোমোতেই ধরা পড়েছে। এবার কি তবে নিজের পুরোনো রাজত্বে ফিরে যেতে পারবে মিঠাই রানি, ফের কি ফিরে পাবে সেরার সেরা তকমা, তা সময়েই বলবে। মিঠাই-এর রাঙিয়ে দিয়ে যাও বিশেষ প্রব দেখা যাবে ১৪ -২১ মার্চ রাত ৮ টায় জি বাংলায়।