পাহাড়ের কোলে চা বাগানের মধ্যে মিঠাইয়ের গালে হাত রেখে সিদ্ধার্থ বলছে , আই লাভ ইউ মিঠাই। কিন্তু উচ্ছেবাবুর মুখে একথা শুনে কোনওমতেই বিশ্বাস করতে পারছেন না মিঠাই। সে তার উচ্ছেবাবুকে আরও একবার বলে, আরেকবার বলো। মিঠাইয়ের কথা শুনে আরও জোরে সিদ্ধার্থ বলে ওঠেন আই লাভ ইউ মিঠাই। এরপরই বউকে জাপটে ধরে ভালবাসায় ভরিয়ে দেন সিদ্ধার্থ (Mithai Special Episode) ।