দোল উৎসবে ড্রইং রুমে আসর জমাবে সোনার সংসার, থাকছে কী কী চমক, জেনেন নিন

জি বাংলা সোনার সংসার, সারা বছর ধরে দর্শকদের ড্রইং রুমে নিত্য যে তারকাদের বাস, তাঁদের মধ্যেই সেরাকে, দর্শকদের নজরে হোক বা টিআরপি-এর দৌরে একে কাকে টেক্কা দিয়ে মন জয় করল তা এবার দেখে নেওয়ার পালা। প্রতিবছরের মত এবারও সোনার সংসার দিয়ে হাজির জি বাংলা। 

Jayita Chandra | Published : Mar 25, 2021 10:58 AM IST / Updated: Mar 26 2021, 09:03 AM IST
116
দোল উৎসবে ড্রইং রুমে আসর জমাবে সোনার সংসার, থাকছে কী কী চমক, জেনেন নিন

প্রতিবছরের মত এবছরও জি বাংলা নিয়ে এলো সোনার সংসার। প্রতিটা ধারাবাহিকের চরিত্রদের নিয়ে এক ভরপুর বিনোদনের মজাটি সন্ধ্যা। 

216

সম্প্রতি এই অনুষ্ঠানের শ্যুটিং হয়ে গেল। দোল উৎসবেই সম্প্রচারিত হবে জি বাংলা সোনার সংসার। 

316

এই অনুষ্ঠানে প্রতিবারের মতই থাকছে চেনা লুকে জাঁক জমক পূর্ণ রাজকীয় আয়োজন। যা তাক লাগাবে দর্শকদের। 

416

সেট থেকে শুরু করে পুরষ্কার বিতরণ, প্রিয় তারকাদের অনুষ্ঠান। নাচে গানে ভরপুর সন্ধ্যে। 

516

এদিন বিশেষ আকর্ষণে থাকছে আবির চট্টোপাধ্যায়, দ্বিতিপ্রিয়া, অঙ্কুশ ও কাঞ্চন। যাঁরা এই সন্ধ্যার অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

616

এদিন প্রিয় ধারাবাহিক থেকে শুরু করে, প্রিয় তারকা, অভিনেতা-অভিনেত্রী সকলকেই পুরষ্কৃত করা হবে। 

716

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোবিন্দা। এদিন বিশেষ উপস্থিতিতেই জমে উঠবে উৎসব। 

816

এদিন সন্ধ্যায় বিশেষ অতিথির আসনে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

916

দ্বিতিপ্রিয়া অর্ধাৎ সকলের প্রিয় রানি মা-য়ের নাচে এদিন জমে উঠবে উৎসব। 

1016

মিলবে জুটির নাচও। প্রিয় জুটির মধ্যে থাকছে কৃষ্ণকলি, থাকবে কি করে বলবো তোমায়, থাকছে আলো ছায়া। 

1116

এছাড়াও নাচের অনুষ্ঠানে দেখা যাবে প্রিয়ম, জিলম, সংকল্প, যমুনা ঢাকিসহ আরও অনেককে। 

1216

থাকছে মিকা সিং-এর গান। এদিন আসর জমিয়ে তুলবেন তিনি গানে গানে। 

1316

জিবাংলার দুই নতুন মুখ মিঠাই ও অপরাজিতা অপু ধারাবাহিকের অপুরও পার্ফমেন্স এদিন নজর কাড়বে সকলের।

1416

রবিবার ছুটির দিনে সন্ধ্যার আসর জমাতে রানি মাও পিছু পা হবেন না। এদিন তাঁকে দেখা যাবে ছক ভাঙা সাজে এক অন্য লুকে। 
 

1516

পাশাপাশি থাকবে পদ্মমণি, জগদম্বাও। এছাড়া ইমন সহ একাধিক তারকার গানের সম্ভার তো থাকছেই। 

1616

রবিবার ৫.৩০ থেকে শুরু হবে রেড কার্পেট। আর সাতটা থেকে শুরু হবে ধামাকাদার সোনার সংসার উৎসব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos