অভিনয় জগত থেকে রাজনীতির ময়দান, নয়া ভূমিকায় শ্রাবন্তী, বং-ডিভার সম্পত্তির পরিমাণ কত জানুন

Published : Mar 24, 2021, 01:57 PM IST

কম বয়সেই ক্যামেরার সঙ্গে পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে একে একে ছবির প্রস্তাব আসা, ও টলিউডের অন্যতম অভিনেত্রী হয়ে ওঠার সাক্ষী থেকেছে দর্শকেরা। কীভাবে সকলের মন জয় করেছেন শ্রাবন্তী তাঁর অভিনয় গুণে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জীবন যুদ্ধে এবার নয়া অধ্যায়। 

PREV
18
অভিনয় জগত থেকে রাজনীতির ময়দান, নয়া ভূমিকায় শ্রাবন্তী, বং-ডিভার সম্পত্তির পরিমাণ কত জানুন

টলিউডের সফর শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। তারপর একে একে ছবি করার পালা শ্রাবন্তীর। 

28

সিনে দুনিয়া পেয়েছিল নয়া মুখ, তাঁর অভিনয়গুণেই মুগ্ধ ছিলেন সকলে। একের পর এক হিট ছবি দিয়েছেন উপহার। 

38

টলিউডে নিজের জায়গা পাকা করে নিয়ে শ্রাবন্তীর খুব বেশি সময় লাগেনি। তবে ঝড় ছিল ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। 

48

একের পর এক বৈবাহিক জীবন শ্রাবন্তীর কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। যদিও টলিউডে তার প্রভাব কোনও দিন পড়তে দেননি অভিনেত্রী। 

58

বর্তমানে নিজের জিমও খুলেছেন তিনি। সিঙ্গল লাইফে বর্তমানে শ্রাবন্তী বেশ ব্যস্ত ছিলেন নানা শো ও ছবির কাজ নিয়ে। 

68

২০২১-এ শুরু করলেন জীবনের আরও এখন অধ্যায়, যোগ দিলেন রাজনীতিতে, গেরুয়া শিবিরের পতাকা তুলে নিলেন হাতে। 

78

রাজনীতিতে নেমেই মিলল দক্ষিণ বেলাহার টিকিট। সেখানেই লড়াই করবেন শ্রাবন্তী। সদ্য জমা দিলেন মনোনয়ন পত্র। 

88

সেখানেই উঠে এলো ঠিক কত টাকার মালকিন শ্রাবন্তী! এখনও পর্যন্ত তাঁর সম্পত্তির আর্থিক মূল্য ২ কোটি ৫৩ লক্ষ টাকা। রয়েছে দু দুটি গাড়িও। একটি অডি ও অন্যটি মারুতি বেলেনো। 

click me!

Recommended Stories