ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী রাহুল দেববর্মণের আজ ৮০ তম জন্মবার্ষিকী। সুরের সম্রাট শচীন দেব বর্মণ এবং মীরা দেব বর্মণের হাতেই সঙ্গীতের হাতেখড়ি । বাবা-মা আদর করে নাম রেখেছিলেন টুবলু। তারপর সেখান থেকে পঞ্চন নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সকলের কাছেই তিনি আর.ডি.বর্মণ বা পঞ্চম দা বলেই পরিচিত। টুবলু থেকে পঞ্চমের যাত্রাপথ কেমন ছিল, জন্মবার্ষিকীতে জেনে নিন সেই সফরনামার কাহিনি।