ইয়াদো কি বারাত', 'গোলমাল', 'খুবসুরত', 'সনম তেরি কাসাম', '১৯৪২: আ লাভ স্টোরি', 'রকি', 'শোলে'-র মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। ১৯৪২: আ লাভ স্টোরি' -তেই শেষ সঙ্গীতপরিচালনা করেছেন পঞ্চমদা। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর প্রত্যেকেই পঞ্চমের সুরে গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন।