যার ফলে বোঝাই যায় যে তিনি এই ফার্মহাউস নিয়ে ঠিক কতটা যত্নশীল। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ছিল সেই ভিডিও। নিজেই মাঠের মধ্যে ট্রাক্টর চালিয়ে চাষ করেছিলেন, বিস্তীর্ণ এই বনভূমিতে তা যে সাপ থাকবে না, এটা অবিশ্বাস্য, আর সেখানেই অসাবধানতার সঙ্গে ঘুরে বেরাতেন তিনি।