ঐশ্বর্য রাই বচ্চন- বচ্চন পরিবারের বধূ বলে কথা, প্রতিটা পদক্ষেপেই তাঁর নিত্য নতুন লুক ভাইরাল, তবে এটা কখনই ঐশ্বর্য পরিচয় নন, বিশ্ব সুন্দরী থেকে শুরু করে বিটাউনের সুপারস্টার, একটি সন্তানের মা হওয়ার সত্ত্বেও ঐশ্বর্য মানেই ব়্যাম্পে হোক বা পর্দায়, আজও ঝড় তোলা পার্ফমেন্স।