গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করছেন আমির, জল্পনায় তোলপাড় বলিউড, কী জানালেন বলিউড ডিভা

বলিউড মানেই গসিপের আতুঁর ঘর। একের পর এক স্টারেদের উপস্থিতিই যেন এক এক সময় হয়ে ওঠে নয়া ঝড়ের কারণ। কখনও সামনে উঠে আসে গোপন সম্পর্কের কাহিনি, কখনওআবার বিচ্ছেদ, বিদ্বেষের সুর। তবে আমির খান ও প্রীতি জিন্টার ক্ষেত্রে ঘটে বিষয়টা কাকতালিয়ভাবে। ঠিক কী ঘটেছিল...

Jayita Chandra | Published : Oct 22, 2020 8:54 AM
18
গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করছেন আমির, জল্পনায় তোলপাড় বলিউড, কী জানালেন বলিউড ডিভা

সাল ২০০২, তখন পর্দায় হিট জুটি আমির খান ও প্রীতি জিন্টা। একে অন্যকে কড়া টক্কর দিয়ে অভিনয় জগতে সাড়া ফেলেছেন। যা মুহূর্তে নজর কাড়ে। 

28

এই জুটি অভিনীত ছবি দিল চাহতা হ্যায় বক্স অফিসেও বিস্তর প্রভাব ফেলে। কিন্তু পর্দার সামনে থাকা কেমিস্ট্রি যতটা সকলকে চমকে ছিল, ঠিক ততটাই অবাক করা ছিল পর্দার পেছনের গল্প। 

38

গোপনে না কি আমির খান প্রীতি জিন্টাকে বিয়ে করতে চলেছেন। হঠাৎই ফাঁস হয়ে যায় এই খবর। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বিটাউনে। 

48

একের পর এক প্রশ্নবাণে জর্জরিত দুই সুপারস্টার। কিন্তু কোথাও গিয়ে যেন সুরাহা মেলে না। স্বস্তি পাননি দুই স্টারই। তাঁদের সম্পর্কের রসায়ণে নাকি তেমনই ইঙ্গিত ছিল স্পষ্ট। 


 

58

এক সাক্ষাৎকারে এসে পুরো বিষয়টা নিয়ে মুখ খোলেন প্রীতি জিন্টা। তাঁর মতে এই খবর ছড়িয়ে পড়াটা খুব অস্বস্তিকর ছিল। 

68

কারণ আমির খান ও প্রীতি জিন্টা ছিলেন খুব ভালরো বন্ধু। তবে আমিরের জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী ছিলেন তিনি। তাই এই ধরনের খবর রটে যাওয়াটা ছিল স্বাভাবিক।

78

এই সময়ই আমির খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। যার ফলে অভিযোগের আঁঙুল যায় প্রীতি জিন্টার দিকে। 

88

তিনি একাধিকবার জানিয়েছিলেন, তাঁরা কোনও বিয়ের পরিকল্পনা করেননি। তাঁদের মধ্যে কোনও গোপন সম্পর্কও নেই। কিন্তু তা মানতে নারাজ ছিল বিটাউন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos