Published : Oct 21, 2020, 12:17 PM ISTUpdated : Oct 21, 2020, 12:26 PM IST
সুহানা খান, শাহরুখ কন্যা মানেই স্পটলাইট। জন্মলগ্ন থেকেই স্টারকিডরা থাকেন সার্ভে লেন্সের আওতায়। বর্তমানে সুহানা নিজেই এখন স্টার। ইতিমধ্যেই তিনি নাম লিখিয়েছেন স্টারের তালিকাতে। ভোগের কভার পাতাতেও জায়গা করে নিয়েছে সুহানা। ফলে সুহানার পোস্ট মানে যে তা মুহূর্তে নেট দুনিয়ার নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।