রিনাকে ছেড়ে বিদেশিনীর সঙ্গে গোপনে সঙ্গম, এবার কিরণকে ছেড়ে কার সঙ্গে সহবাসে লিপ্ত হবেন আমির

Published : Jul 03, 2021, 01:45 PM IST

বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ। রিনা দত্তর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির খান। তবে টেকে নি রিনা-আমিরের দাম্পত্য। দুই সন্তান থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই লিভ-ইনে থাকতে শুরু করেন আমির খান। লেখিকা তথা সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে লিভ ইন করার সময়ই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিদেশিনী। সেই সম্পর্ককেও অস্বীকার করেন আমির। তারপরই কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। কিরণের সঙ্গে লিভ-ইন করে ২০০৫ সালে কিরণের সঙ্গে গাটছড়া বাঁধেন আমির। ফের কিরণের সঙ্গেও দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান। এবার কিরণকে ছেড়ে কার সঙ্গে সহবাসে লিপ্ত হবেন আমির, প্রশ্ন তুললেন নেটিজেনরা।

PREV
111
রিনাকে ছেড়ে বিদেশিনীর সঙ্গে গোপনে সঙ্গম, এবার কিরণকে ছেড়ে কার সঙ্গে সহবাসে লিপ্ত হবেন আমির


 ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ। রিনা দত্তর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির খান। তবে টেকে নি রিনা-আমিরের দাম্পত্য। দুই সন্তান থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই লিভ-ইনে থাকতে শুরু করেন আমির খান।

211


 ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ। রিনা দত্তর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির খান। তবে টেকে নি রিনা-আমিরের দাম্পত্য। দুই সন্তান থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই লিভ-ইনে থাকতে শুরু করেন আমির খান।

311


আমির খান ও রিনা দত্তের দুটি সন্তানও রয়েছে। যদিও বাবা- মায়ের বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গে থাকেন জুনেইদ এবং ইরা। 

411


 রিনার সঙ্গে বিচ্ছেদের পর পরই  আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়েন আমির। জেসিকা হাইনস নামে লেখিকা তথা সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। সূত্র থেকে শোনা গেছে,  আমির ও জেসিকার একটি সন্তান রয়েছে।

511


প্রথম স্ত্রী রিনার সঙ্গে ডিভোর্সের পরই আমির খানের সঙ্গে লিভ-ইনে থাকতে শুরু করেন জেসিকা।  আমিরের সঙ্গে লিভ ইন করার সময়েই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা। কিন্তু আমির নাকি সেই সম্পর্ককে অস্বীকার করেন। 

611


 এমনকী এও শোনা গেছে, জেসিকার গর্ভে  যে সন্তান রয়েছে,  তাও নাকি তার নয় বলে দাবি করেছেন বলি অভিনেতা। তারপর থেকেই আমির খানের থেকে সরে আসেন জেসিকা।

711

আমিরের থেকে বিচ্ছেদের পরই সন্তানের জন্ম দেন জেসিকা। এবং তারপরই একা হাতে মানুষ করেন জান-কে। একটি সাক্ষাৎকারেই জেসিকা তার এবং তার সন্তানের কথা স্বীকারও করেছিলেন। ইতিমধ্যেই মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছেন আমির -জেসিকার সন্তান। কিন্তু এখনও পর্যন্ত আমির সেকথা স্বীকার করেনি। 

811


তারপরই  'লাগান' ছবির সেটেই আমির খানের সঙ্গে প্রথম আলাপ হয়  কিরণ রাও-এর। সেখান থেকেই প্রেম এবং লিভ-ইনে থাকতে শুরু করেন আমির ও কিরণ।

911

 ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির ও কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় একমাত্র সন্তান আজাদ রাও খানের।

1011

পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ ১৫ বছর পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারকা দম্পতি।

1111

ফের কিরণের সঙ্গেও দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত কেন  নিলেন আমির খান। প্রথম স্ত্রী ছেড়ে জেসিকা, এবার কিরণকে ছেড়ে কার সঙ্গে সহবাসে লিপ্ত হবেন আমির, প্রশ্ন তুললেন নেটিজেনরা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories