ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আমির-কিরণও, ফিরে এসেছিলেন গুরুতর অসুস্থতার মুখ থেকে

বিশ্ব জুড়ে এখান সতর্কতা আর আতঙ্ক। করোনা ভাইরাসের জেড়ে নাজেহাল গোটা বিশ্বের মানুষ। কীভাবে ভাইরাসের সঙ্গে করবেন তাঁরা মোকাবিলা, কীভাবেই তাঁরা সতর্কতা অবলম্বণ করবেন তা নিয়েই এখন সচেতনতা তুঙ্গে। তবে কেবলই করোনার প্রকোপ নয়, পাশাপাশি এইচ ওয়ান এন ওয়ার ভাইরাসের সমস্যার দেখা দিচ্ছে বেশ কিছু এলাকাতে। এই রোগে আক্রান্ত হয়েছিলেন আমির খান ও কিরণ রাও। 

Jayita Chandra | Published : Mar 15, 2020 4:11 AM IST / Updated: Mar 15 2020, 11:09 AM IST
110
ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আমির-কিরণও, ফিরে এসেছিলেন গুরুতর অসুস্থতার মুখ থেকে
এইচ ওয়ান এন ওয়ার ভাইরাস যা সোয়াইন ফ্লু নামেই পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আমির খান ও তাঁর স্ত্রী।
210
২০১৭ সালে এই দুই তারকার শরীরেই উপসর্গ দেখা দেয় সোয়াইন ফ্লু-র।
310
সোয়াইন ফ্লু ভিষণ পরিমাণে ছোঁয়াচে। তবুও সাবধানতা অবলম্বণ করেই রোগ মুক্ত হয়েছিলেন এই তারকা জুটি।
410
বাড়িতে থেকেই চিকিৎসা চলেছিল আমির খান ও কিরণ রাওয়ের।
510
এই সময় আমির খানে হাতে ছিল বেশকিছু পরিকল্পিত কাজ। কিন্তু সেগুলোতে উপস্থিত থাককে পারেননি আমির খান।
610
একটি এনজিও-র অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল আমির খানের। কিন্তু সেখানে যেতে না পাড়ায় তার পরিবর্তে উপস্থিত হন শাহরুখ খান।
710
একটি ভিডিও-তে আমির খান জানান তাঁদের এই লড়াইয়ের কথা। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন এত দিনের অপেক্ষার পর তোমাদের কাছে পৌঁছতে পারলাম না। সোয়াইন ফ্লু হয়েছে। এটি খুব সহজেই ছড়িয়ে পড়।
810
তাঁদের এক পারিবারিক বন্ধুই জানিয়েছিলেন ঘরের মধ্যে থাকাই সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কাকে কমিয়ে দেয়।
910
বাইরে না বেরলেই তা আর অন্যের সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায় না।
1010
এত ব্যস্ত জুটি এভাবেই এই রোগকে নিরাময় করেছিলেন, যা এক কথায় প্রশংসার দাবি রাখে।
Share this Photo Gallery
click me!

Latest Videos