বলিউডে খানেদের মধ্যে সমস্যা নতুন কিছু নয়। একে অন্যকে কড়া টক্কর দিতে কখনও পর্দায়, কখনও আবার প্রকাশ্যেই করে থাকেন আক্রণ। শাহরুখ ও আমির খানের ক্ষেত্রে মাঝে মধ্যেই তা চোখে পড়ে। দুই তারকার মধ্যে ক্যাটফাইট এতটাই বেশি ছিল যে একে অন্যকে কুকুর বলতেও পিছু পা হননি।
শাহরুখ খানকে একাধিকবার বিমানবন্দরে আটকে রেখেছিল আমেরিকা। তাঁর নামের শেযে থাকা খানেই ঘটেছিল বিপত্তি।
210
এই নিয়ে আমির খানকে প্রশ্ন করায় তিনি জানিয়ে ছিলেন তাঁকে কোনও দিনই এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তাই তিনি কোন মন্তব্যই করতে পারবেন না।
310
এখানেই শেষ নয়, এরপর একবার শাহরুখ খান আমির খান সম্বন্ধে বলেছিলেন যে, তিনি মোটেই কোন বুদ্ধি রাখেন না। তাই তাঁকে বুদ্ধিমান বলা ভুল।
410
এরই কয়েকদিনের মধ্যে সামনে উঠে আসে এক অন্য ছবি। আমির খান শাহরুখ সম্বন্ধে বলে বসেন তিনি আমির খানের পা চেঁটে বেড়ান।
510
এই কথা বলার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে ছিলেন শাহরুখ থাকেন তাঁর পায়ের তলায়।
610
শাহরুখ খানকে সেদিন তিনি কুকুর বলতেও পিছু পা হননি। মুহূর্তে সেই খবর সাড়া ফেলেছিল ভক্ত মহলে।
710
শাহরুখ খান ও আমির খান মুখোমুখি হলেও খুব একে একে অন্যের সঙ্গে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাঁরা এড়িয়ে যান একে অপরকে।
810
কোনও অনুষ্ঠান থেকে শুরু করে পুরস্কার বিতরণীর মঞ্চ, একসঙ্গে থাকাটা খুব একটা পছন্দ নয় তাঁদের।
910
সুযোগ পেয়ে শাহরুখ খান যেমন আমির খান সম্পর্কে বলতে পিছু পা হন না, তেমনই আমির খান খুব একটা পছন্দ করেন না শাহরুখকে নিয়ে কথা বলতে।
1010
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।