দামি গাড়ি ছেড়ে অটোতে চড়ছেন আমির কন্যা ইরা, কোটিপতি বাবার মেয়ের কীর্তিতে হৈ চৈ নেটদুনিয়ায়

বাবার মতোই শিরোনামে থাকতে পছন্দ করেন আমির কন্যা ইরা খান। বলিউডের তিন খানের মধ্যে সবদিক থেকেই  একটু হটকে মি. পারফেকশনিস্ট আমির খান। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। তবে আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের তার মেয়ে ইরা খান । সাদামাটা জীবন বেশি পছন্দের ইরার, আর তারই প্রমাণ মিলল এবার। দামি গাড়ি নয়, বরং  মুম্বইয়ের রাস্তায়  অটোতে চড়তে দেখা গেল ইরাকে। কোটিপতি বাবার একমাত্র মেয়ের এহেন কীর্তিতে হৈ চৈ পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : Aug 27, 2021 9:52 AM
110
দামি গাড়ি ছেড়ে অটোতে চড়ছেন আমির কন্যা ইরা, কোটিপতি বাবার মেয়ের কীর্তিতে হৈ চৈ নেটদুনিয়ায়

 বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে কাপল গোলস দিচ্ছেন ইরা। ২৪ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে  রীতিমতো হৈ চৈ বি-টাউনে। ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সর্বদাই কাপল গোলস দেন ইরা। 

210


সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাখোমাখো প্রেম ছবি দিয়ে শিরোনামে থাকেন এই লাভবার্ডস। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। সব ঠিকঠাক চললেও হঠাৎ হল ছন্দপতন। 
 

310

 ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। তবে আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের তার মেয়ে ইরা খান । সাদামাটা জীবন বেশি পছন্দের ইরার, আর তারই প্রমাণ মিলল এবার।
 

410


 দামি গাড়ি নয়, বরং মুম্বইয়ের রাস্তায়  অটোতে চড়তে দেখা গেল ইরা খানকে। কোটিপতি বাবার একমাত্র মেয়ের এহেন কীর্তিতে হৈ চৈ পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
 

510

একেবারে  সাদামাটা পোশাক থেকে খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন স্টারকিড ইরা খান। গতকালই বান্দ্রার এক ক্লিনিকে গিয়েছিলেন ইরা, সেখানেই অটোতে করে যেতে দেখা যায় আমির কন্যাকে।
 

610

পরণে সাদা প্যান্ট,বেজ রঙের ঢিলেঢালা শার্ট, মাথায় কমলা প্রিন্টেড ব্যান্ড, কাধে বড় ব্যাগ এবং করেনা বিধি মেনে মুখে ছিল মাস্ক। একদম ক্যাজুয়াল লুকেই দেখা গেছে আমির কন্যা ইরাকে। 

710

পাপারাৎজির ক্যামেরাবন্দী হতেই মুহূর্তে ভাইরাল হয়েছেন ইরা খান। তবে অটোতে চড়তে দেখেই চোখ কপালে উঠেছেন নেটিজেনদের। অনেকেই বলেছেন কোটিপতি বাবার একমাত্র মেয়ের অটোতে যাতায়াত মোটেই মানানসই নয়। অনেকে আবার প্রশংসা করেছেন। পুরো বিষয়টি নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে।

810

পাপারাৎজির ক্যামেরাবন্দী হতেই মুহূর্তে ভাইরাল হয়েছেন ইরা খান। তবে অটোতে চড়তে দেখেই চোখ কপালে উঠেছেন নেটিজেনদের। অনেকেই বলেছেন কোটিপতি বাবার একমাত্র মেয়ের অটোতে যাতায়াত মোটেই মানানসই নয়। অনেকে আবার প্রশংসা করেছেন। পুরো বিষয়টি নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে।

910

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন ইরা। নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন নেটমাধ্যমে। তবে মাঝেমধ্যেই নাকি নিজেকে শেষ করে দিতে চান ইরা। সেই মুহূর্তে ভাল কিছু মাথায় আসে না। তবে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরা। তবে কি মনোবিদের কাছে গিয়েছিলেন ইরা, উঠছে একাধিক প্রশ্ন।

1010

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন ইরা। নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন নেটমাধ্যমে। তবে মাঝেমধ্যেই নাকি নিজেকে শেষ করে দিতে চান ইরা। সেই মুহূর্তে ভাল কিছু মাথায় আসে না। তবে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরা। তবে কি মনোবিদের কাছে গিয়েছিলেন ইরা, উঠছে একাধিক প্রশ্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos