Ira khan: একটানা ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ, কেন এই সিদ্ধান্ত নিলেন আমির কন্যা ইরা খান

বলিউডের তিন খানের মধ্যে সবদিক থেকেই  একটু হটকে মি. পারফেকশনিস্ট আমির খান। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের হলেও বাবার মতোই শিরোনামে থাকতে পছন্দ করেন আমির কন্যা ইরা খান। গত ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন ইরা খান। হঠাৎ কী হল আমির কন্যার, কেন কিছু মুখে তুলছেন না ইরা, নিজেই খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়।

Riya Das | Published : Jan 11, 2022 12:10 PM IST
19
Ira  khan:  একটানা ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ, কেন এই সিদ্ধান্ত নিলেন আমির কন্যা ইরা খান


বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে (Ira Khan) নিয়ে জোর জল্পনা চলছে বলিমহলে। বিশেষত আমির কন্যার লাভ লাইফ নিয়ে নেটিজেনদের কৌতুহল তুঙ্গে।

29

গত ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন ইরা খান। হঠাৎ কী হল আমির কন্যার, কোনও খাবারই মুখে তুলছেন না ইরা,  কিসের জন্য এই সিদ্ধান্ত নিলেন ইরা (Ira Khan)  ,নিজেই খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়।

39


চার-পাঁচ বছর ধরে ওজন প্রায়ে বেড়েছে ২০ কিলো। আর বাড়তে দেওয়া যাবে না শরীরের বাড়তি ওজন। ওজন কমানোর জন্যই  ১৫ দিনের উপোস রেখেছেন আমির কন্যা ইরা খান (Ira Khan)  । ওজন কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন।

49


সোমবার নিজের জীবনের গত ৪-৫ বছরের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ইরা খান (Ira Khan) । এবং আগামী দিনে তিনি কী কী প্রতিশ্রুতি নিতে চান তাও খোলসা করে দিলেন।

59

সোশ্যাল মিডিয়ায় ইরা (Ira Khan)  জানিয়েছেন, 'ওজন কমানোর জন্য  ১৫ দিনের উপোস করলাম। কোনওভাবেই নিজের মধ্যে কোনও ইচ্ছাশক্তি উপলব্ধি করতে পারছিলাম না। তাই এই কঠিন সিদ্ধান্ত নিলাম'।

69

ইরা(Ira Khan)  জানান, আমি বরাবরই ভীষণ অ্যাক্টিভ কিন্তু গত ৪-৫ বছর ধরে নড়াচড়া বন্ধ করে দিয়েছিলাম। তার ফলেই ২০ কিলো ওজন বেড়েছে। এবং মাথার ভিতরেও নানা রকমের চিন্তাভাবনা জমা হয়েছে।
 

79

 

এবার নিজের ছন্দ খুঁজে পেয়েছেন ইরা খান(Ira Khan) । সেই তালে তাল মিলিয়ে  পা বাড়িয়েছেন আমির কন্যা ইরা। নতুন বছরে প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে ওজন কমানোর প্রতিশ্রুতি নিয়ে ইরা খান।
 

89



 ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে  রীতিমতো হৈ চৈ বি-টাউনে। ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সর্বদাই কাপল গোলস দেন ইরা (Ira Khan)।  সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাখোমাখো প্রেম ছবি দিয়ে শিরোনামে থাকেন এই লাভবার্ডস।

99

বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি। বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা (Ira Khan)। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। ইতিমধ্যেই একটি থিয়েটারও পরিচালনা করেছেন ইরা খান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos