তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে, আমিরের ডিভোর্সের পরই কি সম্পর্ক ভাঙছে ইরা-নূপূরের

Published : Jul 19, 2021, 01:42 PM ISTUpdated : Jul 19, 2021, 01:47 PM IST

বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গেই প্রেমে মজেছেন আমির কন্যা ইরা খান। একথা সকলেরই জানা। জিম প্রশিক্ষক নূপূর শিখরের সঙ্গে কয়েকদিন আগেই ঠোঁটাঠাঁসা চুম্বনে ধরা দিয়েছিলেন ইরা। ঘনিষ্ঠ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে উঠে এসেছেন আমির কন্যা ইরা।  সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ কেন ভোলবদল ইরার। তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে। আমির খানের পর সম্পর্ক ভাঙছে ইরা খান ও  নূপূর শিখরের।  কী এমন হল , আসলে ইরা-নূপূরের লেটেস্ট ছবিতেই জল্পনা বেড়েছে।

PREV
110
তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে, আমিরের ডিভোর্সের পরই কি সম্পর্ক ভাঙছে ইরা-নূপূরের

 ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে  রীতিমতো হৈ চৈ বি-টাউনে। ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে কাপল গোলস দিচ্ছেন ইরা। 
 

210

সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাখোমাখো প্রেম ছবি দিয়ে শিরোনামে থাকেন এই লাভবার্ডস। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

310

সব ঠিকঠাক চললেও হঠাৎ হল ছন্দপতন। তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে। আমির খানের পর সম্পর্ক ভাঙছে ইরা খান ও  নূপূর শিখরের।  কী এমন হল, আসলে ইরা-নূপূরের লেটেস্ট ছবিতেই জল্পনা বেড়েছে।

410

সব ঠিকঠাক চললেও হঠাৎ হল ছন্দপতন। তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে। আমির খানের পর সম্পর্ক ভাঙছে ইরা খান ও  নূপূর শিখরের।  কী এমন হল, আসলে ইরা-নূপূরের লেটেস্ট ছবিতেই জল্পনা বেড়েছে।

510


ইরার হাতের চাপে জিভ বেরিয়ে আসছে নূপূর। ছবি পোস্ট করে ইরার মন্তব্য, 'পুরোটাই নাটক'। পাল্টা মন্তব্য নূপূর জানিয়েছেন, 'কে নাটুকে, আমি?' তারপরেই ঘোষণা তিনি মোটেই নাটুকে নন।
 

610


নূপূর আরও বলেন, 'তিনি নাকি ইরাকে ভালবাসেন না'। ব্যস, মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই কমেন্ট।

710

জল্পনা চলছিলর দীর্ঘদিন ধরে। বিচ্ছেদের কিছুদিন পরই ফের প্রেমে পড়েছেন আমির কন্যা ইরা খান।  বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা খান।

810

আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ-বিচ্ছেদের দিনও কেটাকাটে করতে দেখা যায় তাদের। তবে ছবির কমেন্ট দেখেই জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে।

910

তবে মাঝেমধ্যেই নাকি নিজেকে শেষ করে দিতে চান ইরা। সেই মুহূর্তে ভাল কিছু মাথায় আসে না। তবে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরা।
 

1010

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন ইরা। নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন নেটমাধ্যমে। পাশাপাশি নেটিজেনদের নিজেদের মনের যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন ইরা।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories