২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে রীতিমতো হৈ চৈ বি-টাউনে। ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে কাপল গোলস দিচ্ছেন ইরা।
210
সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাখোমাখো প্রেম ছবি দিয়ে শিরোনামে থাকেন এই লাভবার্ডস। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
310
সব ঠিকঠাক চললেও হঠাৎ হল ছন্দপতন। তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে। আমির খানের পর সম্পর্ক ভাঙছে ইরা খান ও নূপূর শিখরের। কী এমন হল, আসলে ইরা-নূপূরের লেটেস্ট ছবিতেই জল্পনা বেড়েছে।
410
সব ঠিকঠাক চললেও হঠাৎ হল ছন্দপতন। তবে কি বাবার পথেই হাঁটছেন মেয়ে। আমির খানের পর সম্পর্ক ভাঙছে ইরা খান ও নূপূর শিখরের। কী এমন হল, আসলে ইরা-নূপূরের লেটেস্ট ছবিতেই জল্পনা বেড়েছে।
510
ইরার হাতের চাপে জিভ বেরিয়ে আসছে নূপূর। ছবি পোস্ট করে ইরার মন্তব্য, 'পুরোটাই নাটক'। পাল্টা মন্তব্য নূপূর জানিয়েছেন, 'কে নাটুকে, আমি?' তারপরেই ঘোষণা তিনি মোটেই নাটুকে নন।
610
নূপূর আরও বলেন, 'তিনি নাকি ইরাকে ভালবাসেন না'। ব্যস, মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই কমেন্ট।
আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ-বিচ্ছেদের দিনও কেটাকাটে করতে দেখা যায় তাদের। তবে ছবির কমেন্ট দেখেই জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে।
910
তবে মাঝেমধ্যেই নাকি নিজেকে শেষ করে দিতে চান ইরা। সেই মুহূর্তে ভাল কিছু মাথায় আসে না। তবে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইরা।
1010
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন ইরা। নিজের মানসিক অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন নেটমাধ্যমে। পাশাপাশি নেটিজেনদের নিজেদের মনের যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন ইরা।