অমিতাভের মেয়েকে গোপনে চিঠি লিখতেন আমির খান, প্রতি জন্মদিনে কেন শ্বেতা পেতেন এই বিশেষ উপহার

তারকাদের অন্দরমহলে থাকা একাধিক না জানা গল্প মাঝে মধ্যেই ফুঁটে ওঠে তারকাদের মুখে মুখে। কখনও আড্ডার আসরে, কখনও আবার সাক্ষাৎকারে, অজানা সেই গল্পেই ভাসতে থাকে ,টিনসেলটাউনের ভক্তরা। অভিষেক বচ্চন একবার তেমনই এক রহস্য ভেদ করেছিলেন সকলের সামনে...

Jayita Chandra | Published : Jan 15, 2021 10:39 AM
18
অমিতাভের মেয়েকে গোপনে চিঠি লিখতেন আমির খান, প্রতি জন্মদিনে কেন শ্বেতা পেতেন এই বিশেষ উপহার

কফি উইথ করণে এসে প্রকাশ্যে একাধিক রহস্য ফাঁস করে থাকেন তারকারা। কথায় আড্ডায় জানা অজানা গল্পতেই মেতে ওঠা করণের সঙ্গে। 

28

আর সেই সুবাদেই এক অজানা হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছিলেন অভিষেক বচ্চন। জানিয়েছিলেন তাঁর দিদির জীবনের এক গোপন রহস্য। 

38

শ্বেতা বচ্চনকে প্রতি জন্মদিনে চিঠি পাঠাতেন আমির খান। কিন্তু কেন, এই খবর গোপনই বা ছিল কেন! শ্বেতার সামনেই বললেন অভিষেক। 

48

ছোট থেকে শ্বেতা ভীষণ ভক্ত ছিলেন আমির খানের। ঠিক ভক্ত বলা চলে না। আমিরের প্রতি তাঁর ছিল মস্ত ক্রাশ। খুব ভালো বাসতেন তিনি আমিরকে। 

58

থ্রি ইডিয়টস ছবির শ্যুটিং করার সময় সেই খবর জানতে পারেন আমির খান। এরপর থেকেই তিনি শ্বেতার মন রাখতে চিঠি লেখা শুরু করেন। 

68

শ্বেতার প্রতি জন্মদিনে তিনি সুন্দর করে একটি বার্থডে উইস করে চিঠি পাঠিয়ে থাকেন। বিষয়টা প্রথমে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনও জানতেন না।

78

জানতেন কেবল মাত্র অভিষেক বচ্চন। অভিষেক আরও রহস্য খোলসা করেন, সলমনকেও শ্বেতার বেশ ভালো লাগত। 

88

বোর্ডিং স্কুলে থাকার সুবাদে, শ্বেতার সিনেমা দেখা হত না। তাই সে রেকর্ডিং করে রাখত পুরো সিনেমা ক্যাসেটে। আর সেটাই শুনত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos