ঐশ্বর্য না অভিষেক, উপার্যনের নিরিখে কে টেক্কা দিচ্ছে কাকে, কার আয় কত

একতে তো বচ্চন পরিবার, তার ওপর দুজনেই বলিউডের স্টার। একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে সকলের মনে ঝড় তুলেছেন এই জুটি। তবে নিজ নিজ আয়ের ভিত্তিতে কে কাকে দিচ্ছে টেক্কা! কার উপার্যন বেশি, রইল এবার সেই তথ্য... 

Jayita Chandra | Published : Jul 2, 2020 12:10 PM
18
ঐশ্বর্য না অভিষেক, উপার্যনের নিরিখে কে টেক্কা দিচ্ছে কাকে, কার আয় কত

একদিকে অভিষেক বচ্চনের নামে জুড়েছে যেমন নেপোটিজমের তকমা, ঠিক তেমনই ঐশ্বর্য ছিলেন মডেল দুনিয়ার সুপারস্টার। 

28

দুই তারকাই স্থির করেছিলেন বিয়ে করবেন। ফলে বচ্চন পরিবারের সুবাদে দুজনেই আর্থিকভাবে বেজায় সচ্ছল। তবে তাঁদের বছরে আয় কত, বর্তমানে কে দিচ্ছে কাকে টেক্কা!

38

অভিষেক বচ্চন বিনোদন জগত ছাড়াও যুক্ত রয়েছেন খেলার জগতের সঙ্গে। সেখানেই বেশ কয়েকটি দলের কর্ণধার তিনি। 

48

প্রো কবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক তিনি। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টিমেরও একটি দলের মালিকানা তাঁর হাতে। 

58

এক রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে অভিযেক বচ্চনের নেট আয় ছিল ২০০ কোটি টাকা। বছরে তাঁর রোজগার হয়েছিল ২০ কোটি টাকা। 

68

২০১৯ সাল পর্যন্ত অভিষেকের কাছে সম্পত্তি ছিল- বেন, জাগুয়ার, রেঞ্জ রোভার গাড়ি ও বান্দ্রাতে একটি ফ্ল্যাট। 

78

এবার আসা যাক বচ্চন বধুর রোজগারে- তাঁর উপার্যন ২০১৯-এ ২৫৮ কোটি টাকা। বছরের আয় ১৫ কোটি টাকা। এছাড়াও তাঁর সম্পত্তির অঙ্কটাও বেশ। 

88

ঐশ্বর্যের রয়েছে একটি রিং, একটা মারসিডিস বেন, একটি ভিলা দুবাই ও বান্দ্রাতে একটি ফ্ল্যাট। দুই তারকার মিলে উপার্জন হয় ৫০০ কোটি টাকা বছরে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos