বিগ বি প্রকাশ্যেই সর্বসমক্ষে বলেছিলেন, এমনও দিন কেটেছিল যে অধঃস্তন কর্মীর থেকেও টাকা ধার নিয়ে সংসার চালাতে হয়েছিল অমিতাভকে। এখন এই পুরোনো দিনের কথা ভাবলে বুক কাঁপে অভিষেকের। তবে অভিষেক বলেন, সময় সবসময় এক থাকে না বরং সমস্যা তো আসবেই সেটা মোকাবিলা করাটাই আসল বিষয়।