ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা

Published : Feb 05, 2020, 11:57 AM IST

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন আজ ৪৪ বছরে পা রাখলেন।ইতিমধ্যেই  জীবনের ৪৩ টি বসন্ত পেরিয়ে গেছেন জুনিয়র বচ্চন। প্রতি বছরের মতো এই বছরও  জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।  এছাড়াও অমিতাভ থেকে শ্বেতা এবং অনুরাগীরা সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। বলিউডের শেহেনশাহ অমিতাভের মতো কেরিয়ারে খ্যাতি অর্জন না করতে পারলেও একাধিক সম্পর্কে  জড়িয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন খুব সহজেই। কোন কোন অভিনেত্রী রয়েছেন,  দেখে নিন সেই তালিকা।

PREV
110
ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা
প্রতি বছরের মতো এই বছরও ঐশ্বর্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেককে। এবং এর পাশাপাশি একটি পারিবারিক ছবিও শেয়ার করেছেন ঐশ্বর্য। যেখানে অমিতাভ, জয়া, আরাধ্যার সঙ্গে পোজ দিতে দেখা গেছে অভিষেককে।
210
মেয়ে আরাধ্যাও বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
310
দীর্ঘ ২০ বছররে এই কেরিয়ারে সেভাবে প্রথম সারিতে সাফল্য না পেলেও বিয়ের আগে একাধিক সম্পর্কে নাম জড়িয়েছে অভিষেকের।
410
অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুর নামটি সকলের কাছে যেন ছিল চর্চিত একটি বিষয়। কেরিয়ারের ২ বছরের মধ্যেই ২০০২ সালে করিশ্মা কাপুরের সঙ্গে এনগেজমেন্টও হয় অভিষেকের। দীর্ঘদিনের সম্পর্কে হঠাৎই একদিন ছেদ ঘটে । তারপর ২০০৩ সালেই বিচ্ছেদ হয় দুজনের।
510
'বান্টি অউর বাবলি', 'কভি আলবিদা না কহেনা'- সিনেমার সময় থেকেই রানি মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
610
রানির পরে জনপ্রিয় মডেল দীপান্বিতা শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
710
তারপর থেকেই ঐশ্বর্যর সঙ্গে ডেট করতে শুরু করেন অভিষেক বচ্চন। তারপর ২০০৭ সালে প্রাক্তন বিশ্বসুন্দরীকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক।
810
প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যর সম্মতিতেই সেই বছরই ২০ এপ্রিল গাটছড়া বাঁধেন অভিষেক।
910
বর্তমানে বব বিশ্বাসের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা।
1010
দক্ষিণ কলকাতাতেই হয়েছে প্রথম দফার শ্যুটিং। প্রস্থেটিক মেক আপ চেনা দায় অভিষেককে। চুলের স্টাইল, চোখের চশমায় যেন বদলে দিয়েছে তার চেহারা। যদিও নিজের এই লুক পরিবর্তনের আভাস আগেই দিয়েছেন অভিনেতা। মোটা ফ্রেমের চশমার সঙ্গে পুরোনা দিনের ফ্লিপ ফোনের ছবি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে সেই ক্যাপশন, 'নমস্কার'।
click me!

Recommended Stories