Award Winning by Lata Mangeshkar: স্বর্ণযুগের সফরনামা, ভারতের নাইটেঙ্গেলের কণ্ঠ জয় করেছিল ৮০-ও বেশি সম্মান

লতা মঙ্গেশকর, যাঁর কণ্ঠের সুরেলা ছোঁয়াই দশকের পর দশক সকলের মন জয় করে নিয়েছিল, যিনি ভারতের নাইটেঙ্গেল বলেই পরিচিত, একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে এসেছেন, গোটা বিশ্বের মানুষকে সুরের আবহে ভরিয়ে রেখেছেন, সেই সুর-সম্রাজ্ঞীর মুকুটেই আশিরও বেশি পালক। 

Jayita Chandra | Published : Jan 20, 2022 8:24 AM IST / Updated: Feb 05 2022, 04:39 PM IST
19
Award Winning by Lata Mangeshkar: স্বর্ণযুগের সফরনামা, ভারতের নাইটেঙ্গেলের কণ্ঠ জয় করেছিল ৮০-ও বেশি সম্মান

ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে সেরার সেরা তকমা যাঁরা ছিঁনিয়ে এনেছেন বারে বারে, গর্বিত করেছেন ভারতকে, তাঁদের মধ্যে অন্যতম কান্ডারি হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। যাঁর কণ্ঠে স্বয়ং সবস্বতীর বাস বললে খুব একটাস ভুল বলা হবে না। সেই সুর-সম্রাজ্ঞীর মুকুটেই একের পর এক শ্রেষ্ঠত্বের সম্মানের পালক উঠতে থাকে। ৮০ বছরের সঙ্গীত সফরে জিতে নিয়ে ছিলেন ৮০টিরও বেশি পুরস্কার। 
 

29

ভারত সরকারের পুরস্কার (Government of India Awards)- 

১৯৬৯ সালে পদ্মভূষণ  সম্মান, ১৯৮৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, ১৯৯৯ সালে পদ্মবিভূষণ, ২০০১ সালে ভারত রত্ন সম্মান, ২০০৮ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ভারতের ৬০ তম স্বাধীনতা দিবসে যা ভারত সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় লতা মঙ্গেশকরের হাতে। 

39

মহারাষ্ট্র রাজ্য সরকাার পুরস্কার (Maharashtra State Film Awards)- 

১৯৬৬ সালে সেরা প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড (সাধি মনসা), ১৯৬৬ সালে সেরা মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড, ১৯৭৭ সালে সেরা প্লেব্যাক সিঙ্গার জিত রে জিত, ১৯৯৭ সালে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড, ২০০১ সালে মহারাষ্ট্র রত্ন পুরস্কার। 
 

49

জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড (National Film Awards)

১৯৭২ সালে জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড সেরা প্লেব্যাক সিঙ্গার ছবি পরিচয়, ১৯৭৪ সালে  সালে জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড সেরা প্লেব্যাক সিঙ্গার ছবি কোরা কাগজ, ১৯৯০ সালে সেরা ফিল্ম অ্যাওয়ার্ড সেরা প্লেব্যাক সিঙ্গার ছবি লেকিন। 
 

59

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards)- 

১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সকল ফিল্মফেয়ার পরস্কার একাই পকেটজাত করেছিলেন এই কিংবদন্তী শিল্পী। ১৯৫৯ সালে আজারে পরদেশী গানের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার। ১৯৬৩ সালে কাহি দ্বীপ জ্বলে কাহি দিল গানের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার। ১৯৬৬ সালে তুমহি মেরি মন্দির, তুমহি মেরি পুজা গানের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার। 

69

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards)- 

১৯৭০ সালে আপ মুঝে আচ্ছা লাগনে লাগা গানের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার। ১৯৯৩ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট, ৯৯৪ সালে স্পেশ্যাল অ্যাওয়ার্ড দিদি তেরা দেওয়ার দিওয়ানা গানের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার। ২০০৪ সালে পেয়েছিলেন গ্লোল্ডেন ট্রোফি, ফিল্মফেয়ারের ৫০ বছরের পূর্তীতে। 

79

বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (Bengal Film Journalists' Association Awards)

১৯৬৪ সালে ও কন থি, ১৯৬৭ সালে মিলন, ১৯৬৮ সালে রাজা অউর রৌনক, ১৯৬৯ সালে সরস্বতিচন্দ্র, ১৯৭০ সালে দো রাস্তে, ১৯৭১ সালে তেরে মেরে স্বপ্নে, ১৯৭২ সালে পাখিজা, ১৯৭৩ সালে বন পলাশির পদাবলী, ১৯৭৩ সালে অভিমান, ১৯৭৫ সালে কোরা কাগাজ, ১৯৮১ সালে এক দুজে কে লিয়ে, ১৯৮৩ সালে এ পোট্রিয়ট অব লতাজি, ১৯৮৫ রাম তেরি গঙ্গা মেইলি, ১৯৮৭ অমর সঙ্গী, ১৯৯১-এ লেকিন। 

89

ডক্টর অব লেটার (Doctor of Letters)-

মহারাজা সয়জিরাও বিশ্ববিদ্যালয় বরোদা, শিবাজি বিশ্ববদ্যালয় কোলাপুর, পুনে বিশ্ববিদ্যালয়, ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, সঙ্গীত নাট্য আকাদেমি, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়, বরোদা বিশ্ববিদ্যালয়। 

99

এছাড়াও অন্যান্য বিশেষ সম্মান (Other awards and honours)- 

১৯৭৪ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছিলেন। বিশ্বে সর্বাধিক গান গেয়ে এই সাফল্য অর্জন করেছিলেন তিনি। ২০০১ সালে পেয়েছিলেন নুরজাহান পুরষ্কার, ২০১০ সালে পেয়েছিলেন প্রাইড অব ইন্ডিয়া পুরস্কার। ২০০২ সালে পেয়েছিলেন হকিম খান সুর অ্যাওয়ার্ড, ১৯৯৯ সালে পেয়েছিলেন জি সিনে অ্যাওয়ার্ড। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos