সেলেবদের ব্যবহার করা ব্যাগ থেকে শুরু করে স্টিলেটো, পোশাক, সবই নিজেদের ওয়াড্রবে রাখতে চায় ভক্তমহল, বিশেষ করে মহিলা মহল। আর তাই সেলেবদের ভাইরাল হওয়া কালকশন নিয়ে থাকে একাধিক প্রশ্ন, কোথা থেকে নেওয়া, কত দাম বা অনলাইনে পাওয়া যাবে কি! যাঁরা সিবিচে যাওয়ার পরিকল্পনা করছেন, বা সুইমিং কালেকশনে জাহ্নবীর এই পোশাকটি রাখতে চাইছেন, এবার তাদের জন্য সুখবর।