বলি অভিনেতা ইরফান খানের মৃত্যুর শোক কাটতে না কাটতে বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন ঋষি কাপুর। বলিউডে ফের ইন্দ্রপতন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। সম্প্রতি অভিনেতার শৈশবের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে সকলেই অবাক। লেজেন্ড চলে গেলেও তার ছায়া যেন রেখে গেলেন তৈমুরের মধ্যে। শৈশবের ঋষি এবং সইফ পুত্র তৈমুরের সঙ্গে হুবহু মিল রয়েছে। তৈমুরের মধ্যে যেন ফুটে উঠেছে ছোটবেলার ঋষির ছবি। দেখে নিন এক নজরে।
১৯৫২ সালে ৪ সেপ্টেম্বর কাপুর পরিবারে আলো করে আসে ঋষি কাপুর। বাবা রাজ কাপুরের মেজ ছেলে হলেন ঋষি।
211
ঋষি আর নেই। এটা যেন একনও মেনে নিতে পারছেন না কেউই। কিন্তু তিনি চলে গেলেও তার ছায়া রেখে গেলেন অভিনেতা।
311
শৈশবের ঋষির সঙ্গে হুবহু মিল রয়েছে সইফ-করিনা পুত্র তৈমুর আলি খানের। তার মধ্যেই যেন শৈশবের ঋষিকে সকলের মনে থেকে যাবে।
411
দুজনের মধ্যে অনেক মিলও রয়েছে। সামান্য কারণেই রেগে যেতেন ঋষি কাপুর। আর তৈমুরও তেমনটাই করেন।
511
এই ছবিটি ঋষি কাপুর নিজে শেয়ার করেছিলেন। ছবিতে অন্যান্য ভাইদের সঙ্গে নজর কাড়তে দেখা গেছে অভিনেতাকে। ছবিতে দেখা গেছে, কোল্ড ড্রিঙ্কের জন্য লড়াই করছেন অভিনেতা। তার ঠিক পাশেই কোল্ড ড্রিঙ্ক মুখে নিয়ে বসে রয়েছেন অনিল কাপুর।
611
এই ছবিটিও শেয়ার করেছিলেন ঋষি নিজেই। লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট ঋষির ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।