চলে গেলেন ঋষি, কিন্তু তৈমুরের মধ্যে থেকে গেল তার ছায়া

Published : Apr 30, 2020, 12:10 PM IST

বলি অভিনেতা ইরফান খানের মৃত্যুর শোক কাটতে না কাটতে বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন ঋষি কাপুর। বলিউডে ফের ইন্দ্রপতন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।  কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। সম্প্রতি অভিনেতার শৈশবের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে সকলেই অবাক। লেজেন্ড চলে গেলেও তার ছায়া যেন রেখে গেলেন তৈমুরের মধ্যে। শৈশবের ঋষি এবং সইফ পুত্র তৈমুরের সঙ্গে হুবহু মিল রয়েছে। তৈমুরের মধ্যে যেন ফুটে উঠেছে ছোটবেলার ঋষির ছবি। দেখে নিন এক নজরে।

PREV
111
চলে গেলেন ঋষি, কিন্তু তৈমুরের মধ্যে থেকে গেল তার ছায়া


১৯৫২ সালে ৪ সেপ্টেম্বর  কাপুর পরিবারে আলো করে আসে ঋষি কাপুর। বাবা রাজ কাপুরের মেজ ছেলে হলেন ঋষি।

211

ঋষি আর নেই। এটা যেন একনও মেনে নিতে পারছেন না কেউই। কিন্তু তিনি চলে গেলেও তার ছায়া রেখে গেলেন অভিনেতা। 

311


শৈশবের ঋষির সঙ্গে হুবহু মিল রয়েছে সইফ-করিনা পুত্র তৈমুর আলি খানের। তার মধ্যেই যেন শৈশবের ঋষিকে সকলের মনে থেকে যাবে।

411


দুজনের মধ্যে অনেক মিলও রয়েছে। সামান্য কারণেই রেগে যেতেন ঋষি কাপুর। আর তৈমুরও তেমনটাই করেন।
 

511


এই ছবিটি ঋষি কাপুর নিজে শেয়ার করেছিলেন। ছবিতে অন্যান্য ভাইদের সঙ্গে নজর কাড়তে দেখা গেছে অভিনেতাকে। ছবিতে দেখা গেছে, কোল্ড ড্রিঙ্কের জন্য লড়াই করছেন অভিনেতা। তার ঠিক পাশেই কোল্ড ড্রিঙ্ক মুখে নিয়ে বসে রয়েছেন অনিল কাপুর।

611


এই ছবিটিও শেয়ার করেছিলেন ঋষি নিজেই।  লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট ঋষির ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

711

মাঝেমধ্যেই শৈশবের স্মৃতিচারণায় ডুবে থাকতেন অভিনেতা। 

811

১৯৭০ সালে রাজ কাপুরের ছবি 'মেরা নাম জোকার' ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম রূপোলি পর্দায় নজর কাড়েন ঋষি কাপুর।

911


শৈশব বেলায় ঋষির ছবি মেয়ে ঋদ্ধিমাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

1011


  দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। এই বছরটা যেন বলিউডের খুব খারাপ সময়। একের পর এক  মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ।

1111

কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

click me!

Recommended Stories