গণপতি বিসর্জনে রেগে আগুন সলমন, কার উপর মেজাজ হারালেন ভাইজান

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সদ্যই গণেশ চতুর্থী অনুষ্ঠিত হয়ে গেল খান পরিবারে। খুব আড়ম্বর না হলেও  পরিবারের সকলের সঙ্গেই গণপতির আরাধনায় মেতেছিলেন খানদান। তবে ঘরোয়া গণপতির আরাধনাতেও সলমনের বিশেষ দুই বান্ধবী জ্যাকলিন ও ইউলিয়া উপস্থিত ছিলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু গণপতি বিসর্জনের ফের ব্যাক টু ফর্ম-এ ফিরলেন ভাইজান। হঠাৎ করেই রেগে আগুন ভাইজান, পাপারৎজির ক্যামোরার ফ্ল্যাশেই তা যেন স্পষ্ট।


 

Riya Das | Published : Aug 24, 2020 5:39 AM IST
19
গণপতি বিসর্জনে রেগে আগুন সলমন,  কার উপর মেজাজ হারালেন ভাইজান

করোনা আবহে গণপতি পুজো। প্রতি বছরের তুলনায় খানিকটা হলেও ফিকে। কিন্তু খান পরিবারে তার জৌলুস খুব একটা ফিকে হয়নি। 

29

এবছর ভাই সোহেল খানের বাড়িতে অনুষ্ঠিত হল গণপতি বাপ্পার আরাধনা। গতকালই ছিল বিসর্জনের পালা। বিসর্জন মানেই মন খারাপের পালা। 

39

গণপতি বিসর্জনের সময়ই হঠাৎই যেন রেগে আগুন হয়ে যান সলমন খান। এতটাই রেগে গিয়েছিলেন যে নিজের নিরাপত্তারক্ষীর উপরও বেশ মেজাজ দেখিয়েছেন ভাইজান।

49

রীতিমতো ইশারা দিয়ে নিজের রাগকে বুঝিয়েছেন ভাইজান। আসলে পাপারাৎজিদের সামাজিক  দূরত্ব বোঝাতে গিয়েই তিনি নিজের মেজাজ হারিয়েছে।

59

পরে রাগ খানিকটা থামলে নিজেই মোবাইল ক্যামেরা দিয়ে গণপতি বিসর্জনের ছবি তুলেছেন।

69

গণপতি বিসর্জনে কালো প্যান্ট ও ভায়োলেট টি-শার্ট ও মুখে কালো মাস্ক পরে নজর কেড়েছেন ভাইজান।

79

করোনা আবহে এই প্রথম ভাইজানকে মুখে মাস্ক পড়তে দেখা গেচে,যা মুহূর্তে নেটিজেনদের নজর কেড়েছে।

89

ভাইজানের পুজোতে উপস্থিত ছিলেন বিশেষ বান্ধবী ইউলিয়া ও জ্যাকলিন। সলমনের গাড়িতেই নজর কেড়েছেন ইউলিয়া।

99

মহামারির আবহে এই বছরের গণপতির পুজোর মূল আকর্ষণই হল অর্পিতা ও আয়ুশ কন্যা আয়াতের প্রথম গণেশ পুজো। বাড়িতেই ইকো-ফ্রেন্ডলি গণপতি বিসর্জনের আয়োজন করেছিল খান পরিবার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos