একের পর এক নক্ষত্রপতন। বলিউডের দুঃসময় যেন আর যাচ্ছে না। ফের বলি অভিনেতা সুশান্ত সিং-এর মৃত্যুর খবরে নড়ে উঠেছ গোটা বিশ্ব। সূত্র থেকে জানা গিয়েছে একাকীত্ব গ্রাস করেছিল সুশান্তকে। সেখান থেকেই দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদ ভুগছিলেন অভিনেতা। মানসিক অবসাদে এমন স্টেজে পৌঁছে গেছিলেন যে মৃত্যুটাই বেছে নিলেন অভিনেতা।