সেলিনার মতে, কোনও ছবি দেখে সেই মানুষটাকে বিচার করা ঠিক নয়। কারণ প্রতিটি ছবির পিছনেই রয়েছে একটা অজানা গল্প, আর সেটা যতক্ষণ অবধি জানা না যায়, তার থেকে দূরে থাকাই ভাল। ২০১১ সালে সেলিনাকে শেষবারের মতো ছবিতে দেখা গিয়েছে। দীর্ঘদিন বাদে বড়পর্দায় ফিরেছেন সেলিনা। আর এই ছবি তাকে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটা সাহায্য করেছে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়-এর 'সিজনস গ্রিটিংস'-এ দেখা গেছে সেলিনাকে।