সদ্যোজাত ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা, দেখে নিন একরত্তির প্রথম ঝলক

Published : Feb 23, 2021, 02:17 PM IST

গত রবিবারই মা হয়েছেন বলিউডের মোস্ট গর্জিয়াস করিনা কাপুর। ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর। এখন ৩ থেকে ৪  সইফিনা। সন্তান জন্ম দেওয়ার দু দিনের মাথাতেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা।  কড়া নিরাপত্তার মধ্যে সইফিনার নতুন বাংলোয় এসে হাজির তৈমুরের ভাই। পাপারাৎজিদের চোখ এড়িয়েও বাড়ি ফেরার পথে ক্যামেরার লেন্সবন্দি করিনার একরত্তি। দু-দিনের পুত্র-সন্তানের প্রথম ঝলক দেখে নিন একনজরে।  

PREV
18
সদ্যোজাত ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা, দেখে নিন একরত্তির প্রথম ঝলক

বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফিনা এখন লাইমলাইটে।  গত রবিবারই  ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর।

28

 সন্তান জন্ম দেওয়ার দু দিনের মাথাতেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা।  কড়া নিরাপত্তার মধ্যে সইফিনার নতুন বাংলোয় এসে হাজির তৈমুরের ভাই।

38


 পাপারাৎজিদের চোখ এড়িয়েও বাড়ি ফেরার পথে ক্যামেরার লেন্সবন্দি করিনার একরত্তি। দু-দিনের পুত্র-সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

48


হাসপাতাল থেকে ফেরার পথে ন্যানির কোলে দেখা মিলল করিনার দ্বিতীয় পুত্রের। মুখ উল্টোদিকে ছিল বলে তা প্রকাশ্যে না আসলেও মাথার একগোছা চুল নজরে পড়েছে সকলের।

58

ছোট ভাইকে আনতে বাবার কোলে বসেই হাসপাতালে পৌঁছায় তৈমুর।

68

তারপরেই বাবা-মা এবং ভাইকে নিয়ে নতুন বাংলোয় চলে আসেন সলে। বাবার কোলে বসে ক্যামেরায় হাসি মুখে পোজ দিয়েছে তৈমুর।

78

মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন । পুত্রসন্তানের আগমনে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে করিনার সোশ্যাল মিডিয়ার পাতা।

88

ছোটবেলা থেকেই পাপারাৎজির চোখের মণি ছিল করিনা-সইফের প্রথম সন্তান তৈমুর আলি খান। ক্যামেরা দেখেলেই চিৎকার-মুখ ভেংচি এসবও জুটেছিল পাপারাৎজিদের ভাগ্যে। তবে এবার কি সেই জনপ্রিয়তা ফিকে হবে তৈমুরের, বাড়ছে জল্পনা।

click me!

Recommended Stories