Published : Feb 23, 2021, 09:33 AM ISTUpdated : Feb 23, 2021, 09:35 AM IST
অপেক্ষার পালা শেষ, অবশেষে করিনার কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। তবে এই পুত্র সন্তানের বেলা করিনা মোটেও তৈমুরের মত ভুল করলেন না। একটিও ছবি সামনে আসতে দিলেন না। যার ফলে নতুনের কি নাম হল, দেখতে কেমন কোনও প্রশ্নের উত্তরই মিলছে না সঠিকভাবে।