'সেক্স-যৌনতা'র চেয়েও অনেক বেশি দামি এই তিন জিনিস, প্রকাশ্যেই বোমা ফাটালেন কিয়ারা

Published : Nov 09, 2020, 12:51 PM ISTUpdated : Nov 09, 2020, 12:53 PM IST

নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। কিছুদিন আগেও ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এখানেও শেষ নয়, 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর -এর দৃশ্য অভিনয় করে ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা। 'সেক্স' ছাড়াও তার জীবনে এমন বড় জিনিস রয়েছে, যা জানলে আপনিও অবাক হবেন।

PREV
111
'সেক্স-যৌনতা'র চেয়েও অনেক বেশি দামি এই তিন জিনিস, প্রকাশ্যেই বোমা ফাটালেন কিয়ারা

সালটা ২০১৪।  অক্ষয় কুমারের সঙ্গে প্রথম জুটি বেঁধে বলিউডে পা রাখেন কিয়ারা।  তারপর দীর্ঘ একটা বিরতি। 

211

ফের সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'এমএসধোনি' সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরে আসেন কিয়ারা। তারপর থেকে তার কেরিয়ারগ্রাফ উর্ধ্বমুখী। 

311

নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। 

411

কিছুদিন আগেও ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। 

511

এখানেই শেষ নয়,  'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর -এর দৃশ্য অভিনয় করে ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা।

 

611

তারপর থেকেই তার জনপ্রিয়তা যেন অন্য দিকে পৌঁছে যায়।  যে কোনও শো-তেই তাকে সেক্স  নিয়ে প্রশ্ন করাটাই যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।

711

সম্প্রতি টুইঙ্কল খান্নার  অনলাইন শো  'টুইক ইন্ডিয়া'র জন্য ভিডিও শ্যুট করেছেন কিয়ারা। সেখানেই তাকে একের পর এক প্রশ্ন করা হয়েছে।

811

টুইঙ্কল-এর শো-তে এমন তিনটি  নাম জিজ্ঞাসা করা হয়, যা তার কাছে সেক্সের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

911

কিয়ারাও এমন তিনটি জিনিসের নাম বলেছেন যা শুনলে আপনিও হতবাক হবেন। প্রথমত পিৎজা, দ্বিতীয়ত শপিং, তৃতীয়ত, ভাল সিনেমা।

1011

এমনকী কিয়ারা চান শুয়োপোকা হতে, যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন।

 

1111

অক্ষয় কুমারের বিপরীত 'লক্ষ্মী' সিনেমায় দেখা যাবে কিয়ারা আদবানিকে।

click me!

Recommended Stories