'আইপিএল ম্যাচের পর বাথরুমে বসে ড্রাগ নেন ক্রিকেটার পত্নীরা', দাবি লাস্যময়ী শার্লিনের

নিষিদ্ধ ড্রাগ মামলায় একের পর এক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়াচ্ছে। মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মৃত্যু তদন্তে জট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে।  এনসিবি নজরে রয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে সারা, রকুল, শ্রদ্ধা সহ মোট ৫০ জন সেলিব্রিটি। এরই মাঝে ক্রিকেটের সঙ্গে ড্রাগস যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বলিউডের উষ্ণতা জাগানো লাস্যময়ী অভিনেত্রী শার্লিন চোপড়া।

Riya Das | Published : Sep 24, 2020 1:42 PM IST / Updated: Sep 24 2020, 07:15 PM IST

19
'আইপিএল ম্যাচের পর বাথরুমে বসে ড্রাগ নেন ক্রিকেটার পত্নীরা', দাবি লাস্যময়ী শার্লিনের

বলিউডের মাদকযোগ নিয়ে উত্তাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ক্রিকেটের সঙ্গে মাদক যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শার্লিন চোপড়া।

29

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শার্লিন জানিয়েছেন,  আইপিএল-এও মাদক ব্যবহার করা হয়।

39

মডেল অভিনেত্রী আরও জানিয়েছেন, ক্রিকেট ম্যাচেও রমরমিয়ে চলে ড্রাগসের ব্যবহার।

49

শার্লিনের দাবি, কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট ম্যাচের পর ক্রিকেটার ও বলি স্টারদের স্ত্রীয়েরা বাথরুমে বসে কোকেন নেন।

59

শার্লিন আরও জানিয়েছেন,  কেকেআর-এর ম্যাচে শেষের পর একটি পার্টির আয়োজন হয়েছিল। সেখানে ক্রিকেটারদের পাশাপাশি বলিউডের অনেক বড় তারকারাই উপস্থিত ছিলেন।

69

সেই পার্টিতে গিয়েই ফ্রেশ হতে বাথরুম গিয়ে চমকে যান শার্লিন। বাথরুমে গিয়েই দেখেন,ক্রিকেটার ও বলি তারকাদের স্ত্রীয়েরা বসে কোকেন নিচ্ছিলেন, জানিয়েছেন শার্লিন।

79


শার্লিনের এই বক্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে।  এর আগেও বেটিং চক্রে নাম জড়িয়ে কলঙ্কিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

89


আইপিএল-এর কোন সিজনে এবং কোন ম্যাচের পর এমন ঘটনা ঘটেছে, তা নিয়েও শার্লিন চোপড়া স্পষ্ট জানাননি। 

99

করোনার বাধা কাটিয়ে সদ্যই শুরু হয়েছে আইপিএল। এই নিয়ে তৃতীয়বার দেশের বাইরে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos