উরফি এই মুহূর্তে দেশের একজন নামকরা সেলিব্রিটি। অভিনয় জগতে সেভাবে এখনও কোনও ছাপ না ফেললেও সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নবপ্রজন্মের ছেলে-মেয়ের কাছে উরফি এক স্টাইল আইকন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন মিলিয়ন মিলিয়ন ভক্তদের ভিড়। এই জায়গায় পৌঁছতে উরফি-কে যথেষ্ট কসরত করতে হয়েছে। এই সংগ্রামের পিছনে এমন এক কাহিনি রয়েছে যা অনেকটাই আজ মনে করতে চান না উরফি। দুঃস্বপ্ন ভেবে সেগুলো থেকে দূরে থাকতে চান। কিন্তু, সবসময় যে তা হয় না তা নিজেও মানেন উরফি। কোথাও না কোথাও, কোনও না কোনওভাবে অতিত উঁকি মেরে যায় তাঁর প্রাত্যহিক জীবনে।