গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়

অদা শর্মা। নাম যেমন অদা তেমনই তার অদাতেই প্রেমে পড়ে যাবে হাজারো পুরুষ। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তেলেগু ছবিতেও অভিনয়ে করেছেন অদা। বর্তমানে অতি পরিচিত হয়ে উঠেছেন অদা শর্মা। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা প্রতিট ছবিই যেন রাতরাতি ভাইরাল হয়েছে। নিজের অদাতেই তিনি মন কেড়েছেন নেটিজেনদের। সম্প্রতি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। একদিকে যেমন হট লুক তেমনি আবার গায়ে মেখে নিয়েছেন রং। ছবি দেখে অনেকেই বলেছেন এ আবার কেমন ফোটোশ্যুট। আর তাতেই বাজিমাত অদার। গায়ে মাল্টিরঙের গ্লিটার্স রং মেখে সাদা পোশাকে বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেছেন অদা। দেখে নিন ছবিগুলি।

Riya Das | Published : Feb 21, 2020 2:38 PM / Updated: Feb 21 2020, 02:40 PM IST
19
গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়
সোশ্যাল মিডিয়ার হট ছবি পোস্ট করে লাইমলাইটে রয়েছেন অদা শর্মা।
29
একদিকে যেমন হট লুক তেমনি আবার গায়ে মেখে নিয়েছেন রং।
39
মাল্টিরঙের গ্লিটার্স রং মেখে সাদা পোশাকে বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেছেন অদা।
49
অভিনেত্রীর এই ছবি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় উঠেছে।
59
সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী।
69
মাঝেমধ্যেই নিজের উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
79
এবার নিজের অন্য অদাতেই তিনি মন কেড়েছেন নেটিজেনদের।
89
বলিউডে সদ্যই পা রেখেছেন অদা শর্মা। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তেলেগু ছবিতেও চুটিয়ে অভিনয়ে করেছেন অদা।
99
সম্প্রতি তাকে দেখা গিয়েছিল 'কম্যান্ডো ২' ছবিতে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos