Published : Oct 12, 2020, 02:30 PM ISTUpdated : Oct 12, 2020, 02:31 PM IST
জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়ে। সমস্ত জল্পনার ইতি টেনে কিছুদিন আগেই বোমা ফাটিয়েছেন বিরুষ্কা। খুব শীঘ্রই মা হতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার সেই তালিকায় নাম যুক্ত হল ক্রিকেটার জাহির খানের। সূত্র থেকে জানা গেছে, অন্তঃসত্ত্বা সাগরিকা। খুব শীঘ্রই নাকি বাবা হচ্ছেন জাহির। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা করেননি জাহির ও সাগরিকা। তবে জাহির খানের বাবা হওয়ার খবর নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সেখান থেকেই জল্পনার শুরু। ঢিলে পোশাক পরেই নাকি বেবিবাম্প লুকিয়েছেন সাগরিকা। এমন কথাই বলতে শুরু করেন নেটিজেনরা।
410
জাহির-সাগরিকার ঘনিষ্ঠরা বলতে শুরু করেন খুব শীঘ্রই নাকি সুখবর জানাবেন এই তারকা জুটি।
510
তবে ঘনিষ্ঠ মহল হোক কিংবা নেটিজেনদের মন্তব্যে সাগরিকা কিংবা জাহির কোনও মন্তব্য করেননি। বরং মুখে কুলুপ এঁটেছেন।
610
তবে জাহিরের জন্মদিনের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ক্রিকেটার পত্নী।
710
সালটা ২০১৭। জাহির ও সাগরিকা গাটছড়া বেঁধেছিলেন।
810
বিয়ের ৩ বছর পরই আসতে চলেছে নতুন অতিথি, তেমনটাই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহল।
910
'চক দে ইন্ডিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সাগরিকা ঘাটগে। ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা।
1010
ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।