অনুষ্কা শর্মার পরই কি মা হতে চলেছেন 'চক দে ইন্ডিয়া'র নায়িকা, বেবিবাম্প ঘিরে জল্পনা


জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়ে।  সমস্ত জল্পনার ইতি টেনে কিছুদিন আগেই বোমা ফাটিয়েছেন বিরুষ্কা। খুব শীঘ্রই মা হতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার সেই তালিকায় নাম যুক্ত হল ক্রিকেটার জাহির খানের। সূত্র থেকে জানা গেছে, অন্তঃসত্ত্বা সাগরিকা। খুব শীঘ্রই নাকি বাবা হচ্ছেন জাহির। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা করেননি জাহির ও সাগরিকা। তবে জাহির খানের বাবা হওয়ার খবর নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
 

Riya Das | Published : Oct 12, 2020 2:30 PM / Updated: Oct 12 2020, 02:31 PM IST
110
অনুষ্কা শর্মার পরই কি মা হতে চলেছেন 'চক দে ইন্ডিয়া'র নায়িকা, বেবিবাম্প ঘিরে জল্পনা

বর্তমানে আইপিএল-এর জন্য জাহির খানের সঙ্গেই রয়েছেন তার স্ত্রী সাগরিকা।  

210

সদ্যই জাহির খানের জন্মদিনের পার্টিতে কালো রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।

310

সেখান থেকেই জল্পনার শুরু। ঢিলে পোশাক পরেই নাকি বেবিবাম্প লুকিয়েছেন সাগরিকা। এমন কথাই বলতে  শুরু করেন নেটিজেনরা।

410


জাহির-সাগরিকার ঘনিষ্ঠরা বলতে শুরু করেন খুব শীঘ্রই নাকি সুখবর জানাবেন এই তারকা জুটি।

510

তবে ঘনিষ্ঠ মহল হোক কিংবা নেটিজেনদের মন্তব্যে সাগরিকা কিংবা জাহির কোনও মন্তব্য করেননি। বরং মুখে কুলুপ এঁটেছেন।

610

তবে জাহিরের জন্মদিনের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ক্রিকেটার পত্নী।

710


সালটা ২০১৭। জাহির ও সাগরিকা গাটছড়া বেঁধেছিলেন। 

810

বিয়ের ৩ বছর পরই আসতে চলেছে নতুন অতিথি, তেমনটাই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহল।

910

'চক দে ইন্ডিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সাগরিকা  ঘাটগে। ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা। 

1010

ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos