জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়ে। সমস্ত জল্পনার ইতি টেনে কিছুদিন আগেই বোমা ফাটিয়েছেন বিরুষ্কা। খুব শীঘ্রই মা হতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার সেই তালিকায় নাম যুক্ত হল ক্রিকেটার জাহির খানের। সূত্র থেকে জানা গেছে, অন্তঃসত্ত্বা সাগরিকা। খুব শীঘ্রই নাকি বাবা হচ্ছেন জাহির। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা করেননি জাহির ও সাগরিকা। তবে জাহির খানের বাবা হওয়ার খবর নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।