'আমি ভাগ্যবতী যে এখনও বেঁচে আছি', 'পর্নোগ্রাফি'-তে রাজের গ্রেফতারির পর অবশেষে মুখ খুললেন শিল্পা


রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মধ্যে ছড়িয়ে দিত রাজ। পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গত সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে রাজকে। ১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত শিল্পা শেট্টি। অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি। সরাসরি মুখ না খুললেও ইনস্টা-পোস্টেই  পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন শিল্পা।

Riya Das | Published : Jul 23, 2021 6:21 AM IST
110
'আমি ভাগ্যবতী যে এখনও বেঁচে আছি', 'পর্নোগ্রাফি'-তে রাজের গ্রেফতারির পর অবশেষে মুখ খুললেন শিল্পা

১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত শিল্পা শেট্টি। 
 

210

অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি। সরাসরি মুখ না খুললেও ইনস্টা-পোস্টেই  পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন শিল্পা।
 

310

পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। রাজ ছাড়াও এই মামলায় আরও ৯ জন ধরা পড়েছেন। 
 

410

আদালতেও মিলল না রেহাই। আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে রাজকে। যা নিয়ে শোরগোল পড়ে  গিয়েছে টলিপাড়ায়।
 

510


রাজের গ্রেফতারির পর  এই প্রথমবার নিজের ইনস্টা স্টোরিতে  ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শিল্পা শেট্টি।
 

610

আমেরিকান কার্টুনিস্ট, লেখক, জেমস থার্বারের কিছু কথাই পোস্ট লিখেছেন শিল্পা। যেখানে লেখা, রেগে গিয়ে পিছনে নয়, সামনে তাকাও। বরং সচেতন হতে চারপাশে তাকাও। 
 

710

শিল্পা আরও জানান,  কী হতে পারে, কী হয়েছে তা নিয়ে দুঃশ্চিন্তা হয়, বরং এই মুহূর্তে যা ঘটছে,তা নিয়েই ভাবা উচিত।
 

810

তিনি আরও বলেছেন, 'একটা দীর্ঘ নিঃশ্বাস নিই, আমি ভাগ্যবতী, আমি বেঁচে রয়েছি। অতীতেও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং ভবিষ্যতেও সামলে নেব। কিন্তু বর্তমানে আমি আমার জীবনকে যেভাবে চালিত করছি, তা থেকে আমায় বিচ্যুত করতে পারবে না'।
 

910

পর্নোগ্রাফি কান্ডে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন  রাজ। প্রশ্ন উঠেছিল স্ত্রী শিল্পাতে নিয়ে। এমনকী অপরাধ দমন শাখার তরফেও ডাক পড়তে পারে শিল্পার। এখনও পর্যন্ত শিল্পাকে সমন জারি করা হয়নি।
 

1010

পর্নোগ্রাফি কান্ডে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন  রাজ। প্রশ্ন উঠেছিল স্ত্রী শিল্পাতে নিয়ে। এমনকী অপরাধ দমন শাখার তরফেও ডাক পড়তে পারে শিল্পার। এখনও পর্যন্ত শিল্পাকে সমন জারি করা হয়নি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos