সুশান্তের মৃত্যুর তদন্তে একের পর এক সুশান্তের মৃত্যুতে একাধিক অভিযোগের আঙুল উঠেছে প্রেমিকা রিয়ার দিকে। প্রতিদিনই যেন নয়া মোড় বেরিয়ে আসছে। অভিনেতার মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরই একের পর এক গোপন সত্য ভাইরাল হচ্ছে। এই প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সম্প্রতি সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, রিয়াও নাকি সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই বিস্ফোরক বয়ানেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।