ফিল্ম সেট থেকে প্রেমালাপ। সেখান থেকে মাখোমাখো সম্পর্ক। বছর ঘুরতে না ঘুরতেই সমস্যার সৃষ্টি। সমস্যার জেরে গায়ে হাত তুলতেও পিছপা হলেন না তিনি। তারপর স্বাভাবিকভাবেই ব্রেক আপ। আজ কি আফশোস করেন সলমন খান। এভাবেই শুরু থেকে শেষ হয়ে সলমন-ঐশ্বর্যের সম্পর্ক। সম্পর্কের তিক্ততা এক রকম, তবে একে অপরের প্রতি সম্মান হারিয়ে ফেললে, তা আর ফেরত পাওয়া যায় না। ঐশ্বর্য প্রেম ও আত্মসম্মানের মধ্যে বেছে নিয়েছিলেন আত্মসম্মানকে। তবুও এই সিদ্ধান্ত নিতেও বহু দেরি করে ফেলেছিলেন। কেরিয়ার প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড়। সলমনের হাতে মার খাওয়ার পরও সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন ঐশ্বর্য। সেই ভিডিও আজও সন্দেহ জাগিয়ে তোলে সকলের মনে।