ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) জন্মদিনেও মলদ্বীপে গিয়েছিলেন তারকা দম্পতি । সেখান থেকে অভিষেক যে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা গিয়েছিল, ফুল দিয়ে বানানো টায়রা পরে আছেন মা-মেয়ে। আর অভিষেক পরেছিলেন প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট। তবে এবারের সফরে নিজেদের নয় শুধু রিসোর্টের ছবিই দিয়েছেন তারা।