২০২১ সালে ফের বলিউডের নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ফের ক্যালেন্ডার শ্যুট সেরে নিলেন ডাব্বু রতনানি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
310
এই নিয়ে ২২ তম ক্যালেন্ডার ফটোশ্যুটে 'নীলমণি'র জাদু ছড়ালেন ঐশ্বর্য। একেবারে অন্য লুকে মনোক্রমে নিজেকে মেলে ধরেছেন ঐশ্বর্য। এলোমেলো খোলা চুল, ট্রেঞ্চ কোর্ট পরে রূপের ছটায় ঘায়েল করেছেন ভক্তদের।
410
দেখতে দেখতে ২২ বছর ধরে ডাব্বু রতনানি ক্যালেন্ডার শ্যুটে ঝড় তুলছেন ঐশ্বর্য। এবারও তার অন্যথা হল না ছবি শেয়ার করে ডাব্বু লিখেছেন, 'যখন তুমি আলোয় প্রবেশ করো, সেটাকে বাইরে থেকেও দেখতে পাবে'। আর তা ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।
510
সেমি ন্যুড থেকে ন্যুড -এই বিষয়টি যেন এখন জলভাত বলি অভিনেত্রীদের কাছে। সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন লাস্যময়ীরা। আর ডাব্বুর ফোটোশ্যুট মানেই হটকে কিছু তো থাকবেই। কিন্তু ঐশ্বর্য একেবারে অন্য মুডে ধরা দিয়েছেন।
610
এবার একটু অন্য লুকে দেখা গেল অভিনেত্রী। শরীরী দেখিয়ে নয়, বরং শরীর ঢেকেই চোখের চাহনিতেই কাত করেছেন ভক্তদের। ঐশ্বর্যর ছবি দেখেই ভক্তরা বলতে শুরু করেছেন অন্তঃসত্ত্বাতেই কি ফোটোশ্যুট সারলেন অ্যাশ।
710
সম্প্রতি দিনকয়েক আগে শরৎ কুমারের কন্যা ভারালক্ষ্মী একটি ছবি পোস্ট করেছেন, সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে ঐশ্বর্যর বেবিবাম্প। কখনও হাত দিয়ে আড়াল করে আবার কখনও সকলের পিছনে দাঁড়িয়ে বেবিবাম্প লুকোনোর চেষ্টাও করলেন রাই, কিন্তু সবই গেল বিফলে। অবশেষে ফাঁস হয়ে গেল বেবিবাম্পের ছবি। তবে কি সত্যিই আবারও প্রেগন্যান্ট ঐশ্বর্য, নতুন ছবিতেই জল্পনা তুঙ্গে।
810
ছবি দেখেই অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন। ফের দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে সত্যি নাকি জল্পনা তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।ফিগার নিয়ে বরাবরই সচেতন ঐশ্বর্য। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, আগের তুলনায় তার ওজনও অনেকটাই বেড়েছে। কালো রঙের গাউন পরেও ঢাকতে পারলেন না বেবিবাম্প।
910
কালো পোশাকের উপর দিয়েও তার বেবিবাম্প যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল। পেটের গড়নও অনেকটাই পরিবর্তন হয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর। আর বারবার সব ছবিতেই পেটে হাত দেওয়ায় যেন সন্দেহ আরও দ্বিগুণ বেড়েছে।
1010
২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। ২০১১ সালে ১৬ নভেম্বর মেয়ে আরাধ্যার জন্ম দেয় ঐশ্বর্য। এবার ২০২১ অর্থাৎ প্রায় ১০ বছরের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে মনি রত্নমের পরবর্তী ছবিতে দেখা যাবে ঐশ্বর্যকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।