বিদ্যা বালান কেউ একটা সময় সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সুন্দর ছিপছিপে চেহারা নিয়ে বিদ্যা পর্দায় ধরা দিয়েছিলেন যখন তখন পরিণীতার মত ছবিও তৈরি হয়েছে। কিন্তু সেই ফিগার খুব বেশিদিন ধরা থাকেনি। কিছু দিন পর থেকেই বিদ্যার শরীরে জমতে থাকে মেদ। আর তা থেকেই শুরু হয় প্রশ্ন, গুঞ্জণ।