অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বচ্চন বধূ। ঐশ্বর্য রাই বচ্চন কেরিয়ার শুরুতেই বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই 'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। ছবির চলাকালীন চুটিয়ে প্রেম চলছিল। যদিও সেই গদগদ প্রেম আজ অতীত। সম্প্রতি ঐশ্বর্যর সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের সকলের মধ্যে সেক্সিয়েস্টের তকমা দিয়েছিলেন সলমনকে। প্রকাশ্যে বলা ঐশ্বর্যর কমেন্ট আজও নেটদুনিয়ার চর্চিত বিষয়।